মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেল ক্রীড়াচক্র আজ প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। শক্তি বিচার করলে শেখ রাসেলের কাছে রহমতগঞ্জের পাত্তা পাওয়ারই কথা না। শিরোপার জন্য এমিলিদের আজকের ম্যাচের গুরুত্ব অনেক। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১০ ম্যাচে সর্বোচ্চ ২৩ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে। শেখ রাসেল আজ জিতলে সমান সংখ্যক ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াবে ২২। অর্থাৎ মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় পর্ব শুরু করতে পারবে। ড্র বা হারলে শেখ জামাল কিছুটা সুবিধাজনক স্থানে থাকবে। তাই পয়েন্ট টেবিলে অবস্থান মজবুত করতে শেখ রাসেলের আজকের জয়টা খুবই জরুরি। শেখ জামাল ২৩, জিতলে শেখ রাসেল ২২, অন্যদিকে আবার আজ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহামেডান-আবাহনী মুখোমুখি হবে। যারা জিতবে তাদের পয়েন্ট দাঁড়াবে ২০। অর্থাৎ দ্বিতীয় পর্বে শিরোপা লড়াই দারুণভাবে জমে উঠবে। তবে ফুটবলপ্রেমীদের ধারণা শেষ পর্যন্ত শেখ রাসেল ও শেখ জামালের মধ্যে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকবে।
যাক কে চ্যাম্পিয়ন হবে এখুনি বলা মুশকিল। তবে তার আগে নিজেদের নিরাপদে রাখতে শেখ রাসেলকে আজ জিততেই হবে। শক্তির বিচারে ম্যাচে অঘটন ঘটার শঙ্কা ক্ষীণই বলা যায়। কিন্তু এমিলিরা নিশ্চয় আজ রিলাঙ্ মুডে মাঠে নামবে না।