মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়ে আইপিএল এইটের ফাইনালে উঠে গেল শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং আর জন্টি রোডসদের অভিভাবকত্বে থাকা দল মুম্বাই ইন্ডিয়ান্স।
গতকাল মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের করা ১৮৭ রানের জবাবে ১৯ ওভারে ১৬২ রানেই অলআউট হয়ে যায় চেন্নাই সুপার কিংস।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মালিঙ্গার তোপের মুখে পড়তে হয় চেন্নাইকে। রানের খাতা খোরার আগেই ওপেনার ডোয়াইন স্মিথকে এলবিডব্লিউতে আউট করেন তিনি। মাইক হাসি আর ডু প্লেসিস ৪৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। এ সময় হাসিকে ফিরিয়ে দেন বিনয় কুমার।
৩৪ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ডু প্লেসিস। তাকে ফিরিয়ে দেন সুচিথ। এরপর দুই বিপজ্জনক ব্যাটসম্যান রায়না আর ধোনিকে ফেরান হরভজন সিং। শেষ দিকে চেন্নাইর লেজ মুড়িয়ে দেওয়ার কাজটি ভালোই করে দেখালেন মালিঙ্গা।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮৭/৬, ২০ ওভার (সিমন্স ৬৫, পোলার্ড ৪১, প্যাটেল ৩৫, শর্মা ১৯, রাইডু ১০; ব্র্যাভো ৩/৪০, জাদেজা ১/১৮, নেহরা ১/২৮)।
চেন্নাই সুপার কিংস: ১৬২/১০, ১৯ ওভার (ডু প্লেসিস ৪৫, রায়না ২৫, অশ্বিন ২৩, ব্র্যাভো ২০. নেগি ১৯; মালিঙ্গা ৩/২৩, বিনয় কুমার ২/২৬, হরভজন ২/২৬)। ফল : মুম্বাই ২৫ রানে জয়ী। ম্যাচ সেরা: কিয়েরণ পোলার্ড।