চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির নারাজি খারিজ করে জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়েছেন ট্রাইবুনাল।
আজ দুপুরে শুনানি শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল ক্রিকেটার রুবেলকে অব্যাহতি দেন।
গত ১৭ মে হ্যাপি ট্রাইব্যুনালে এ নারাজি দাখিল করেছিলেন। শুনানির সময় রুবেল ও হ্যাপি আদালতে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার জানান, মামলার তদন্ত সঠিকভাবে না হওয়ায় হ্যাপি এ নারাজি দাখিল করেছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার বাদী সাক্ষ্য-প্রমাণ হাজির করতে পারেননি। অথচ আইনের বিধান থাকার পরও মূলত তিনি সাক্ষী হাজির করতে বাদীকে কোনো নোটিসই দেননি।
নারাজি আবেদনে ৮জন সাক্ষীর একটি তালিকাও দেওয়া হয়।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, বাদী হ্যাপির উপস্থাপন করা নাইটি, পাপোষ ও জার্সিতে রুবেলের বীর্য পাওয়া যাবে বলে যে দাবি করা হয়েছিল, তার সত্যতা পাওয়া যায়নি।
তিন সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক পরীক্ষা করে মতামত দিয়েছিলেন যে, হ্যাপির শরীরের কোথাও কোনো ধরনের ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি।
তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে আরও উল্লেখ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদী প্রাপ্তবয়স্ক নারী। এ হিসেবে পারস্পরিক সম্মতিতে এ ঘটনা ঘটতে পারে।
মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে বাদী হ্যাপির অভিযোগের দায় থেকে রুবেলকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন মামলার তদন্ত কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ২০ মে, ২০১৫/ রশিদা