গত ক'দিন ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশ সফরে আসা হচ্ছে না বিরাট কোহলির। বিশ্রাম চেয়েছেন তিনি। তার জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা কিংবা চেতেশ্বর পূজারা। এও খবরে বলা হয়েছিল, ভারতীয় দলে ফিরছেন 'পরিত্যক্ত' হরভাজন সিং, জহির খান, যুবরাজ সিং বীরেন্দর শেবাগ। শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশ সফরে দল গঠনের ক্ষেত্রে চমক দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি, ধোনি ও হরভাজন সিং সবাইকে দলে রাখা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগামী ১০ জুনের টেস্টে ভারতের নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। সেইসঙ্গে দলে ফিরেছেন স্পিনার হরভাজন সিংও। টেস্ট দলে আরেকটা বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে। টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসর নেয়ার প্রেক্ষাপটে তাকেই ভারতের আগামী দিনের উইকেটরক্ষক ধরে নেওয়া হচ্ছিল।
আর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ একদিনের সিরিজে ভারতের নেতৃত্ব দিবেন মাহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে স্কোয়াডে ইনজুরিতে পড়া পেসার মোহাম্মদ সামির জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক পেসার ধাওয়াল কুলকার্নি। আছেন গত বছর বাংলাদেশের বিপক্ষে অভিষিক্ত অক্ষর প্যাটেলও।
বাংলাদেশ ট্যুরে ভারতের টেস্ট স্কোয়াড হচ্ছে বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, কর্ণ শর্মা, ভূবনেশ্বর কুমার, বরুণ অ্যারন, ইশান্ত শর্মা।
আর ওয়ানডে স্কোয়াডটি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক-উইকেটরক্ষক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।
উল্লেখ্য, ১০ জুন থেকে ফতুল্লায় শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। আর তিন ম্যাচ একদিনের ক্রিকেট সিরিজ শুরু হবে ১৮ জুন থেকে। ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচটি।
বিডি-প্রতিদিন/ ১৫ মে ২০১৫/শরীফ