ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র চলমান অষ্টম আসরের এক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে ভিআইপি বক্সে বান্ধবী অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে কথা বলতে এবং দু'জনকে জড়াজড়ি করতে দেখা গেছে। এ ঘটনায় দুর্নীতিবিরোধী আইনের আওতায় খেলোয়াড়দের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি অনুরাগ ঠাকুর আজ জানিয়েছেন যে বিরাট কোহলিও খেলার ঊর্ধ্বে নয় এবং তার এমন আচরণের তদন্ত হচ্ছে। সংশ্লিষ্ট অাইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে গ্রুপ পর্বে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরুর এক ম্যাচ চলছিল। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে বিরতির ফাঁকে ভিআইপি বক্সে আনুশকা ও কোহলিকে কথাবর্তা বলতে দেখা গেছে। আইপিএল'র দুর্নীতিবিরোধী নির্দেশনা অনুযায়ী, ম্যাচ চলাকালে ডাগ আউট সদস্য ছাড়া খেলোয়াড়দের অন্য কারো সঙ্গে কথা বলা নিষেধ। তাই বিরাটের ওই আচরণে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে বিবিসিঅাই সেক্রেটারি অনুরাগ ঠাকুর সাংবাদিকদেরকে বলেন, 'আইপিএলের নির্দেশনা মেনে বিরাটকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং ওই ঘটনার ব্যাখা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী যা করা দরকার আমরা তাই করেছি। কোনো খেলোয়াড়ই অাইনের ঊর্ধ্বে নয়। খেলার অাইনে যা বলা হয়েছে তদন্ত সেই অনুযায়ীই হবে এবং সব সময় এমনটিই হয়েছে।'
বিডি-প্রতিদিন/ ২০ মে ২০১৫/শরীফ