আইপিএল শেষ করেই সদ্য দেশের ফিরেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন পল ডুমিনি। আইপিএলে অধিনায়ক হিসেবে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন তিনি। আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। এই সফর সামনে রেখে তাই নিজেকে প্রস্তুত করছেন প্রোটিয়া এই ক্রিকেটার। ডুমিনি বলেন, 'আমি এখন কিছু সময় বিশ্রাম নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে চাই।'
অধিনায়ক হয়ে বাংলাদেশে আসবেন কিনা এমন প্রসঙ্গে ডুমিনি বলেন, 'অধিনায়ক হিসেবে অভিজ্ঞতাটা ভালোই। এ থেকে অনেক কিছু শিখেছি আমি যা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো। তবে আমার মনে হয় আগামী সিরিজে অধিনায়ক হওয়ার সম্ভাবনা আছে আমার। এটা হয়তো যেকোনো সময়েই আসতে পারে তবে তা নিয়ে ভাবছি না। তাই নিজের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখেই ভালো খেলতে চাই।'
উল্লেখ্য, বাংলাদেশ সফরে তিনটি একদিনের ম্যাচ, দুটি টেস্ট ও দুটি টি-২০ ম্যাচ খেলবে প্রোটিয়াসরা।
বিডি-প্রতিদিন/ ২০ মে ২০১৫/শরীফ