কুর্মিটোলা গলফ কোর্সে ঢুকতেই মুগ্ধতা ছুঁয়ে যায়। গ্রাউন্ড কিংবা ভবনগুলো দেখে মনে হয় যেন পটে আঁকা ছবি। যেদিকেই তাকাবেন চোখ ফেরানো দায়! ভবন থেকে গ্রাউন্ডের দিকে তাকালে চোখে পড়বে সবুজ আর সবুজ। নোংরা আবর্জনায় স্তূপ ঢাকার প্রাণকেন্দ্রে এমন একটি মনোরম জায়গা... যে কারও বিস্ময় লাগবে!
আর মাত্র পাঁচ দিন পর অপরূপ সৌন্দর্যে ভরপুর এই কুর্মিটোলা গলফ কোর্সেই বসছে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় গলফের মিলনমেলা! টুর্নামেন্টটির নাম ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৫’। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গলফের অন্যতম বড় আসর ‘এশিয়ান ট্যু’র। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।
টুর্নামেন্টে অংশ নেবে বিশ্বের ২৪টি দেশের বিশ্বনন্দিত ১১৯ জন তারকা গলফার। তাদের সঙ্গে থাকবেন বাংলাদেশের ৩১ জন। মোট ১৫০ জন গলফার। বাংলাদেশ আয়োজক দেশ হওয়ার বদৌলতে ৩০ গলফার খেলার সুযোগ পাবেন। আর সিদ্দিকুর রহমান সুযোগ পেয়েছেন এশিয়ার ট্যুরের ‘অর্ডার অব মেরিট’র ভালো অবস্থানে থাকার জন্য। ‘অর্ডার অব মেরিটে’ এখন সিদ্দিকুর রহমান রয়েছেন ৩২তম অবস্থানে। কাকতালীয়ভাবে এশিয়ার গলফারদের র্যাঙ্কিংয়েও সিদ্দিকুর ৩২তম।
‘অর্ডার অব মেরিট’ ও র্যাঙ্কিং নিয়ে ভুল বোঝাবুঝির একটা অবকাশ থেকেই যায়। গলফারদের বার্ষিক আয় হিসাবে নিয়ে তৈরি করা তালিকা হচ্ছে ‘অর্ডার অব মেরিট’। আর র্যাঙ্কিং হচ্ছে পারফরম্যান্সের তালিকা। বসুন্ধরা বাংলাদেশ ওপেনে অংশ নেবেন সিদ্দিকুরের চেয়ে টপ র্যাঙ্কিংয়ে থাকা আরও সাত গলফার। তারপরও এই আসরে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী। কেননা আমাদের দেশের এই গলফারদের মধ্যে ৬-১০ জন আছেন যারা বিশ্বের যেকোনো গলফারকে হারানোর ক্ষমতা রাখেন। তা ছাড়া আমরা কয়েকদিন আগেই বিদেশি কোচ এবং মনোবিদ নিয়ে এসে প্রশিক্ষণ দিয়েছে। আশা করছি, এটা খুবই কাজে লাগবে।’
এই টুর্নামেন্টে বাংলাদেশের পর সবচেয়ে বেশি গলফার অংশ নিচ্ছে ভারতের। বসুন্ধরা বাংলাদেশ ওপেনে প্রতিবেশী দেশটির ২৭ জন গলফার খেলবেন। এ ছাড়া থাইল্যান্ডের ২৬, অস্ট্রেলিয়ার ১০, দক্ষিণ কোরিয়ার ৬ ও যুক্তরাষ্ট্রের ৫ জন। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশের গলফাররাও অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত ১০ জন গলফার রয়েছেন যারা এর আগে এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন।
আয়োজকদের প্রত্যাশা এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলবে। এমন একটি টুর্নামেন্টে বসুন্ধরার মতো গ্রুপকে পাশে পেয়ে যারপরনাই খুশি তারা। সানাউল্লাহ বলেন, ‘গলফ আমাদের দেশে খুব বেশি পরিচিত খেলা নয়। তারপরও টাইটেল স্পন্সর হওয়ায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। আশা করছি, এই টুর্নামেন্টের হাত ধরে ক্রীড়া জগতে সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান, টুর্নামেন্টের ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা কর্নেল (অব.) খন্দকার আব্দুল ওয়াহেদসহ ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। ইতিমধ্যে দেশি-বিদেশি খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা আসতে শুরু করেছেন। হয়তো সামনের দু-তিন দিনের মধ্যে সবাই বাংলাদেশে পৌঁছে যাবেন। হোটেল রেডিসন ও ঢাকা রেজেন্সিকে অফিস হোটেল হিসেবে ঘোষণা দিয়েছেন আয়োজকরা। কোর্সের খুব কাছাকাছি হওয়ায় বিদেশি খেলোয়াড়, অফিসিয়াল ও পর্যটকরা এ দুই হোটেলেই থাকবেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফারদের নিজ খরচে সব কিছু করতে হবে। তবে ১৫০ জন গলফারের মধ্যে প্রথম দুই দিন পর শীর্ষ থাকা ৬৫ জন ছাড়া বাকিরা বাদ পড়ে যাবেন। আর দ্বিতীয় রাউন্ডের পর টিকে থাকা প্রত্যেক গলফারই প্রাইজমানির অংশ পাবেন। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৩ লাখ ডলার। শিরোপা জয়ী গলফার পাবেন মোট প্রাইজমানির ১৮ শতাংশ।
গলফ টুর্নামেন্ট চলবে চার দিন, ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত। ৭২ পারের খেলা, মোট চার রাউন্ড। দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন। এ জন্য গুনতে হবে ৫০০ টাকা। তবে ক্লাবের সদস্য হলে ৩০০ টাকা টিকিট। খেলোয়াড় কিংবা দর্শকদের জন্য বিশ্রামের জায়গাও থাকবে। থাকছে চিকিৎসার ব্যবস্থাও। জরুরি কিছু হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও সিরাজ মেমোরিয়াল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে। এই টুর্নামেন্টের জন্য এশিয়ার বিভিন্ন দেশের ৩৩ জন কর্মকর্তা নানা দায়িত্ব পালন করবেন। তার মধ্যে বাংলাদেশের রয়েছেন চারজন। খেলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৪৭৬ জনকে। এ ছাড়া ১২০ কেডি, ৩০ জন স্কোরার, ২৫ জন গ্রিনকিপার ও ২৫ জন সিকিউরিটি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
বসুন্ধরা বাংলাদেশ ওপেন
শুরু হচ্ছে গলফ উৎসব
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর