বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব পাশে আকাশ ছোঁয়া বিল্ডিং। বিডিবিএলের সুউচ্চ বিল্ডিংয়ের অসংখ্য গরাদের ফাঁকে উৎসুক দর্শকদের ভিড়। আবাহনী-মোহামেডান ম্যাচ বলেই হয়ত গ্যালারিতেও হাজারখানেক দর্শক এসেছে প্রিয় দলকে সমর্থন দিতে। কিন্তু ম্যাচ শুরুর পর হতাশ করল দুই দল। ফুটবলীয় আবেগ হারিয়ে গেল অগোছালো সব আক্রমণে। ভক্তরা আগ্রহ হারাল। তবে গ্যালারির দর্শকরা ধৈর্য ধরে অপেক্ষায় থাকল শেষ মুহূর্ত পর্যন্ত। আর অপেক্ষার সুফল তারা পেল ঠিক শেষ মুহূর্তেই। ম্যাচের ৮৯ মিনিটে ইব্রাহিমের অসাধারণ এক গোলে মর্যাদার লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ জয়ে তরুণ এক দল নিয়েও শিরোপার রেসে টিকে রইল ঢাকার ঐতিহ্যবাহী এ ক্লাবটি। মান্যবর প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যাবধানে দুই নম্বরে উঠে গেল সাদা-কালোরা।
মোহামেডান-আবাহনী ম্যাচটা শুরু হয়েছে সাদামাটাভাবে। দুই দলই প্রথমার্ধে খেলেছে অনেকটা গা বাঁচিয়ে। তবে ১২ মিনিটেই সুযোগ পেয়েছিল মোহামেডান। কর্নার কিক থেকে বল পেয়েও সবুজ কোনো শটই নিতে পারেননি আবাহনীর জালে। ফাঁকা স্থান গলে বল চলে যায় মাঠের বাইরে। ম্যাচের ১৬ মিনিটে দারুণ এক সুযোগ আসে আবাহনীর সামনে। মোহামেডানের গোলরক্ষক আশরাফুল হক রানা মরিসনের দারুণ এক শট ফিরিয়ে দেন। রানার দুর্দান্ত এ সেভে রক্ষা পায় মোহামেডান। ৩৮ মিনিটে আবারও দারুণ এক সুযোগ পায় আবাহনী। এবার ওয়াহেদের দুর্বল হেড লক্ষ্যচ্যুত হয়। ম্যাচে প্রথমবারের মতো মোহামেডান আক্রমণে আসে ৪১ মিনিটে। অরূপের ক্রস থেকে বল পেয়ে গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা দুর্দান্ত হেড করলেও অনেকটা লাফিয়ে উঠে তা রুখে দেন আবাহনীর গোলরক্ষক জিয়াউর রহমান। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্রতেই।
দ্বিতীয়ার্ধে নেমেই আক্রমণ-পাল্টা আক্রমণে যায় আবাহনী ও মোহামেডান। ৪৭ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে ঘানার স্ট্রাইকার মরিসনের দুর্দান্ত এক শট মোহামেডানের গোলবারে লেগে ফিরে আসে। তবে চমৎকার এক সুযোগ হারায় মোহামেডান ৫৫ মিনিটে। আবাহনীর গোলরক্ষক জিয়া জুয়েল রানার শট রুখতে সামনে এগিয়ে গেলে গোলরক্ষকহীন গোলবার পেয়ে যায় মোহামেডানের ইব্রাহিম। ১৯ নম্বর জার্সিধারীর গোলমুখী জোরালো শট রুখে দেন আবাহনীর ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফ। ৬৬ মিনিটেও জুয়েল রানা মাঝমাঠ থেকে দারুণ এক আক্রমণ করেছিলেন আবাহনীর ডিফেন্স লাইনে। ৮১ মিনিটে মোহামেডান পেনাল্টির আবেদন করলেও রেফারি তা আমলে নেননি। চরম মুহূর্তটা আসে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে। মোহামেডানের গোলরক্ষক আশরাফুল হক রানার লম্বা ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়েছিলেন আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার হেনরি। তার ব্যর্থতায় বল পেয়ে যায় ইব্রাহিম। ম্যাচের ৯০ মিনিটে গোল করে সাদা-কালো উৎসবে ভাসিয়ে দেন তিনি।
অচেনা তরুণদের নিয়ে মোহামেডান এবার লিগে দারুণ খেলছে। গতবার তারকা ফুটবলার নিয়েও যা দেখা যায়নি। মর্যাদার লড়াইয়ে জেতায় দ্বিতীয় পর্বে সাদাকালোরা উজ্জীবিত হয়ে মাঠে নামবে সে আশা সমর্থকরা করতেই পারেন।
অন্যদিকে ম্যাচ হারায় শিরোপার লড়াই থেকে বেশ পিছিয়ে পড়ল ঢাকা আবাহনী।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
শিরোপা রেসে মোহামেডান
মোহামেডান ১ : ০ আবাহনী
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর