বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব পাশে আকাশ ছোঁয়া বিল্ডিং। বিডিবিএলের সুউচ্চ বিল্ডিংয়ের অসংখ্য গরাদের ফাঁকে উৎসুক দর্শকদের ভিড়। আবাহনী-মোহামেডান ম্যাচ বলেই হয়ত গ্যালারিতেও হাজারখানেক দর্শক এসেছে প্রিয় দলকে সমর্থন দিতে। কিন্তু ম্যাচ শুরুর পর হতাশ করল দুই দল। ফুটবলীয় আবেগ হারিয়ে গেল অগোছালো সব আক্রমণে। ভক্তরা আগ্রহ হারাল। তবে গ্যালারির দর্শকরা ধৈর্য ধরে অপেক্ষায় থাকল শেষ মুহূর্ত পর্যন্ত। আর অপেক্ষার সুফল তারা পেল ঠিক শেষ মুহূর্তেই। ম্যাচের ৮৯ মিনিটে ইব্রাহিমের অসাধারণ এক গোলে মর্যাদার লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ জয়ে তরুণ এক দল নিয়েও শিরোপার রেসে টিকে রইল ঢাকার ঐতিহ্যবাহী এ ক্লাবটি। মান্যবর প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যাবধানে দুই নম্বরে উঠে গেল সাদা-কালোরা।
মোহামেডান-আবাহনী ম্যাচটা শুরু হয়েছে সাদামাটাভাবে। দুই দলই প্রথমার্ধে খেলেছে অনেকটা গা বাঁচিয়ে। তবে ১২ মিনিটেই সুযোগ পেয়েছিল মোহামেডান। কর্নার কিক থেকে বল পেয়েও সবুজ কোনো শটই নিতে পারেননি আবাহনীর জালে। ফাঁকা স্থান গলে বল চলে যায় মাঠের বাইরে। ম্যাচের ১৬ মিনিটে দারুণ এক সুযোগ আসে আবাহনীর সামনে। মোহামেডানের গোলরক্ষক আশরাফুল হক রানা মরিসনের দারুণ এক শট ফিরিয়ে দেন। রানার দুর্দান্ত এ সেভে রক্ষা পায় মোহামেডান। ৩৮ মিনিটে আবারও দারুণ এক সুযোগ পায় আবাহনী। এবার ওয়াহেদের দুর্বল হেড লক্ষ্যচ্যুত হয়। ম্যাচে প্রথমবারের মতো মোহামেডান আক্রমণে আসে ৪১ মিনিটে। অরূপের ক্রস থেকে বল পেয়ে গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা দুর্দান্ত হেড করলেও অনেকটা লাফিয়ে উঠে তা রুখে দেন আবাহনীর গোলরক্ষক জিয়াউর রহমান। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্রতেই।
দ্বিতীয়ার্ধে নেমেই আক্রমণ-পাল্টা আক্রমণে যায় আবাহনী ও মোহামেডান। ৪৭ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে ঘানার স্ট্রাইকার মরিসনের দুর্দান্ত এক শট মোহামেডানের গোলবারে লেগে ফিরে আসে। তবে চমৎকার এক সুযোগ হারায় মোহামেডান ৫৫ মিনিটে। আবাহনীর গোলরক্ষক জিয়া জুয়েল রানার শট রুখতে সামনে এগিয়ে গেলে গোলরক্ষকহীন গোলবার পেয়ে যায় মোহামেডানের ইব্রাহিম। ১৯ নম্বর জার্সিধারীর গোলমুখী জোরালো শট রুখে দেন আবাহনীর ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফ। ৬৬ মিনিটেও জুয়েল রানা মাঝমাঠ থেকে দারুণ এক আক্রমণ করেছিলেন আবাহনীর ডিফেন্স লাইনে। ৮১ মিনিটে মোহামেডান পেনাল্টির আবেদন করলেও রেফারি তা আমলে নেননি। চরম মুহূর্তটা আসে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে। মোহামেডানের গোলরক্ষক আশরাফুল হক রানার লম্বা ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়েছিলেন আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার হেনরি। তার ব্যর্থতায় বল পেয়ে যায় ইব্রাহিম। ম্যাচের ৯০ মিনিটে গোল করে সাদা-কালো উৎসবে ভাসিয়ে দেন তিনি।
অচেনা তরুণদের নিয়ে মোহামেডান এবার লিগে দারুণ খেলছে। গতবার তারকা ফুটবলার নিয়েও যা দেখা যায়নি। মর্যাদার লড়াইয়ে জেতায় দ্বিতীয় পর্বে সাদাকালোরা উজ্জীবিত হয়ে মাঠে নামবে সে আশা সমর্থকরা করতেই পারেন।
অন্যদিকে ম্যাচ হারায় শিরোপার লড়াই থেকে বেশ পিছিয়ে পড়ল ঢাকা আবাহনী।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
শিরোপা রেসে মোহামেডান
মোহামেডান ১ : ০ আবাহনী
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর