মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়াচক্র মূল্যবান পয়েন্ট নষ্ট করল। শীর্ষে থাকা শেখ জামালের কাছে থাকতে গতকাল জয়টা খুব জরুরি ছিল এমিলিদের। কিন্তু পারল না। দুর্বল প্রতিপক্ষ রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগে ১০ পয়েন্ট নষ্ট করল। এর ফলে প্রথম পর্বে মোহামেডানের সমান ২০ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্যে তাদের তৃতীয় অবস্থানে থাকতে হচ্ছে। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারালেও শেখ রাসেলের খেলার মাঝে ছন্দ পাওয়া গিয়েছিল। সমর্থকরা আশা করেছিলেন রহমতগঞ্জের বিপক্ষেও এমিলি মিঠুনরা ভালোভাবে জ্বলে উঠবেন।
সহজ গোলের সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া করেছে বিগ বাজেটের দলটি। ৩৩ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি দেশ সেরা স্ট্রাইকার এমিলি। ইনজুরি টাইমে পেনাল্টি কিকে তারই দেওয়া গোলে শেখ রাসেল এগিয়ে গেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ডিফেন্ডারদের ভুলে মান্নাফ গোল করে রহমতগঞ্জের পক্ষে সমতা ফেরান। শেখ জামাল এখন ২৩ পয়েন্ট নিয়ে সবার উপরে।