জাতীয় দলের ক্রিকেটারদের পদভারে মুখরিত ওয়ালটন-বিএসজেসি ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল দ্বিতীয় দিন খেলেছে জাতীয় দলের দুই ক্রিকেটার শামসুর রহমান শুভ ও আলাউদ্দিন বাবু। আজ বাংলাদেশ প্রতিদিনের পক্ষে খেলবে জাতীয় দলের সাবেক ওপেনার মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টের তৃতীয় দিন আজ বাংলাদেশ প্রতিদিনের প্রতিপক্ষ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আজ আরও পাঁচটি খেলা রয়েছে। সকাল সাড়ে ৮টায় কালের কণ্ঠ-দ্য রিপোর্ট ২৪, চ্যানেল আই-ডেইলি স্পোর্টস ২৪, সকাল সাড়ে ৯টায় চ্যানেল নাইন-বিডিনিউজ ২৪, গাজী টিভি-ডেইলি স্টার, সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রতিদিন-ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং নয়া দিগন্ত-নতুন সময় ডট কম।
কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় দিন জয় পেয়েছে ঢাকা ট্রিবিউন, নতুন সময় ডট কম, ডেইলি স্পোর্টস২৪ এবং নিউ এজ। ডেইলি স্পোর্টসের পক্ষে খেলেন জাতীয় দলের ক্রিকেটার শামসুর রহমান শুভ। ডেইলি স্টারের বিপক্ষে একাই শামসুর রহমান ২২ রানের অপরাজিত ইনিংস ও হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ডেইলি স্পোর্টসের পক্ষে অংশ নেন জাতীয় দলের আরেক ক্রিকেটার আলাউদ্দিন বাবু। চ্যানেল ২৪ মাঠে না আসায় সকালের খবর এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট মাঠে না আসায় ওয়াক ওভার পায় বিডিনিউজ।