চুক্তির ১৫ মাস আগেই নিজেদের সরিয়ে নেয় সাহারা কোম্পানি। অথচ ভারতীয় কোম্পানিটি বাংলাদেশ ক্রিকেট দলের টাইটেল স্পনসরশিপ কিনেছিল ৪ বছরের জন্য। কিন্তু চুক্তি শেষ করেনি। তার আগেই সরে দাঁড়ায়। সাহারার সরে দাঁড়ানোয় নতুন স্পনসর খুঁজতে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৩ মে টেন্ডার ডাকে। তাতে সাড়া দেয় ৬টি প্রতিষ্ঠান। তাদের সবাইকে টপকে ৪১.৪১ কোটি টাকায় দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, মহিলা ক্রিকেট দল, বাংলাদেশ 'এ' ও অনূর্ধ্ব-১৯ দলের টাইটেল স্পনসরের স্বত্ব কিনে নেয় 'মিডিয়া প্লানিং কোম্পানি' টপ অব মাইন্ড। স্বত্ব কিনতে কোম্পানির সঙ্গে জোর লড়াই হয়েছে গ্রামীণফোনের। গ্রামীণফোন ৪০ কোটি টাকা বিড করেছিল। আগামী দুই বছরে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ও দেশের বাইরে ১৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ৭টি টি-২০ ম্যাচ খেলবে। এসব আইসিসির শিডিউল অনুযায়ী। তবে এর বাইরে যদি কোনো খেলা হয় সেসবের টাইটেল স্পনসরও হবে টপ অব মাইন্ড। কিন্তু আইসিসির পরিচালিত কোনো টুর্নামেন্টের টাইটেল স্পনসর হতে পারবে না। নতুন টাইটেল স্পনসরশিপ বিক্রয়ের ফ্লোর প্রাইজ ৩০ কোটি টাকা ঠিক করেছিল বিসিবি। টার্গেটের চেয়ে ১১.৪১ কোটি টাকা বেশি পাচ্ছে ক্রিকেট বোর্ড।