ভাষা সৈনিক এ কে এম শামসুজ্জোহা স্মৃতি ৩১তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল থেকে। সকাল ৯টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ২৩ মে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বালক ও বালিকা মিলিয়ে প্রায় ৫০০ জন অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেবেন। বালক ও বালিকা ৯ ও কিশোর কিশোরীদের মধ্যে ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শামীম ওসমান, অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির, সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, অয়ন ওসমান ছাড়াও অন্যান্য কর্মকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বাজেট নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। যার মধ্যে স্পন্সর হিসাবে ৫ লাখ টাকা দিচ্ছেন শামসুজ্জোহার সন্তান সংসদ সদস্য শামীম ওসমান। সংবাদ সম্মেলনে শামীম ওসমান ঘোষণা দেন এখন থেকে অ্যাথলেটিক্সের যে প্রতিযোগিতাগুলো হবে তার পৃষ্ঠপোষকতা করবে শামসুজ্জোহা ফাউন্ডেশন। শামীম ওসমান বলেন, গোটা বিশ্বে অ্যাথলেটিক্সের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশের এই খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সাফ গেমসে আমাদের অ্যাথলেটরা দ্রুততম মানব হয়ে দেশের সুনাম বাড়িয়েছেন। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও বড় ধরনের সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে না। তিনি আশ্বাস দিয়েছেন অ্যাথলেটদের মান বাড়ানোর জন্য সাধ্যমতো সহযোগিতা করে যাবেন। শামীম ওসমান বলেন, শুধু প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা নয়, তার পরিকল্পনা রয়েছে নারায়ণগঞ্জে আন্তর্জাতিকমানের অ্যাথলেটিক্স কমপ্লেক্স গড়ে তোলা। এ ব্যাপারে তিনি সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গেও আলাপ করবেন। সাধারণ সম্পাদক চেঙ্গিস বলেন, আমাদের দেশে অনেক প্রতিভাবান অ্যাথলেট রয়েছেন। কিন্তু উন্নতমানের প্রশিক্ষণের অভাবে তারা এগুতে পারছেন না। শামীম ওসমান অ্যাথলেটিক্সের পাশে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। এটা আমাদের বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি তার সহযোগিতায় দেশের অ্যাথলেটিক্সে শূন্যতা দূর হবে। আমরা স্বপ্ন দেখতাম অ্যাথলেটিক্সের আলাদা কমপ্লেক্সের। শামীম ওসমানের আশ্বাস পাওয়াতে আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। জুনিয়র প্রতিযোগিতা প্রসঙ্গে বলেন, এখান থেকেই অনেক প্রতিভার সন্ধান মিলবে। যারা পরবর্তীতে দেশের হয়ে ট্যাক কাঁপাতে পারবেন।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
নারায়ণগঞ্জে অ্যাথলেটিক্সে আলাদা কমপ্লেক্স!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর