ভাষা সৈনিক এ কে এম শামসুজ্জোহা স্মৃতি ৩১তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল থেকে। সকাল ৯টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। ২৩ মে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বালক ও বালিকা মিলিয়ে প্রায় ৫০০ জন অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেবেন। বালক ও বালিকা ৯ ও কিশোর কিশোরীদের মধ্যে ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শামীম ওসমান, অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির, সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, অয়ন ওসমান ছাড়াও অন্যান্য কর্মকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বাজেট নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। যার মধ্যে স্পন্সর হিসাবে ৫ লাখ টাকা দিচ্ছেন শামসুজ্জোহার সন্তান সংসদ সদস্য শামীম ওসমান। সংবাদ সম্মেলনে শামীম ওসমান ঘোষণা দেন এখন থেকে অ্যাথলেটিক্সের যে প্রতিযোগিতাগুলো হবে তার পৃষ্ঠপোষকতা করবে শামসুজ্জোহা ফাউন্ডেশন। শামীম ওসমান বলেন, গোটা বিশ্বে অ্যাথলেটিক্সের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশের এই খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সাফ গেমসে আমাদের অ্যাথলেটরা দ্রুততম মানব হয়ে দেশের সুনাম বাড়িয়েছেন। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও বড় ধরনের সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে না। তিনি আশ্বাস দিয়েছেন অ্যাথলেটদের মান বাড়ানোর জন্য সাধ্যমতো সহযোগিতা করে যাবেন। শামীম ওসমান বলেন, শুধু প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা নয়, তার পরিকল্পনা রয়েছে নারায়ণগঞ্জে আন্তর্জাতিকমানের অ্যাথলেটিক্স কমপ্লেক্স গড়ে তোলা। এ ব্যাপারে তিনি সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গেও আলাপ করবেন। সাধারণ সম্পাদক চেঙ্গিস বলেন, আমাদের দেশে অনেক প্রতিভাবান অ্যাথলেট রয়েছেন। কিন্তু উন্নতমানের প্রশিক্ষণের অভাবে তারা এগুতে পারছেন না। শামীম ওসমান অ্যাথলেটিক্সের পাশে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। এটা আমাদের বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি তার সহযোগিতায় দেশের অ্যাথলেটিক্সে শূন্যতা দূর হবে। আমরা স্বপ্ন দেখতাম অ্যাথলেটিক্সের আলাদা কমপ্লেক্সের। শামীম ওসমানের আশ্বাস পাওয়াতে আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। জুনিয়র প্রতিযোগিতা প্রসঙ্গে বলেন, এখান থেকেই অনেক প্রতিভার সন্ধান মিলবে। যারা পরবর্তীতে দেশের হয়ে ট্যাক কাঁপাতে পারবেন।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে অ্যাথলেটিক্সে আলাদা কমপ্লেক্স!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর