আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়ালসকে ৭১ রানে হারিয়েছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বুধবার রাতের এ ম্যাচে নিজেদের জয় ছিনিয়ে নিয়ে শিরোপা দৌড়ে টিকে রইলো দলটি। আর বিদায় নিতে হয়েছে রাজস্থানকে। তৃতীয় কোয়ালিফারার ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু। ওই ম্যাচের বিজয়ী দল খেলবে ফাইনালে, মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৮০ রান করে। জবাবে রাজস্থান রয়ালস ১৯ ওভারে ১০৯ রান করে অল আউট হয়ে যায়।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৫/ এস আহমেদ