চলতি মাসের শেষ সপ্তাহে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার বার্ষিক কংগ্রেস। ওই সভাতেই পঞ্চম বারের মতো ফিফা সভাপতি হতে চলেছেন সেপ ব্লাটার। এখন পর্যন্ত চারদিকে তেমনই গুঞ্জন শুনা যাচ্ছে। এমনকি ফিকার ২০৯ সদস্যই নাকি ব্লাটারকে ভোট দিতে চলেছেন।
এবার ব্লাটারের বিরুদ্ধে লড়ছেন ফিফার এক্সিকিউটিভ সদস্য জর্ডনের আলি বিন আল হুসেন, ডাচ এফএ-র সভাপতি মাইকেল ভ্যান পাগ ও পর্তুগালের সাবেক কিংবদন্তি লুইস ফিগো।
এদের মধ্যে ফিগোই সবচেয়ে ধারে-ভারে এগিয়ে রয়েছেন অন্যান্যদের থেকে। কিন্তু মাঠের লড়াই আর মাঠের বাইরের লড়াই তো এক নয়। এএফসি-র সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন ফিগো। চেষ্টা করেছিলেন এশিয়ার ভোট টানার। এশিয়ার জন্য তার বিশেষ টোপও ছিল। কিন্তু ফিফায় ব্লাটারই শেষ কথা। ফের নির্বাচিত হচ্ছেন তিনি।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৫/মাহবুব