সদ্য সমাপ্ত ওয়ানডে ও টি-২০ সিরিজে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করেছে টাইগাররা। এরপরই বিশ্ব ক্রিকেট নতুন একটা অবস্থানে উঠে এসেছে লাল-সবুজের দেশটি। যার প্রভাব পড়েছে র্যাকিংয়েও। আগামী মাসে বাংলাদেশে আসবে টিম-ইন্ডিয়া। কিন্তু টাইগারদের সাম্প্রতিক পারফর্মেন্সে ভয়ে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
গত বুধবার দুপুরে বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানযে দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর একই দিন সন্ধ্যায় সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে ধোনি-কোহলিদের সতর্ক করে দেন সৌরভ।
এবিপি আনন্দ অনলাইনকে এই ব্যাপারে তিনি বলেন, ‘বাংলাদেশ এই মূহুর্তে সেরা ফর্মে আছে। ওরা ভয়ঙ্কর দল। পাকিস্তানকে ও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারিয়েছে। ওদের হালকা ভাবে নিলে মুশকিল হতে পারে।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৫/মাহবুব