অবশেষে মুক্তি পেলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। লাহোরের একটি আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব।
২০০৮ সালে আইসিসির প্লেয়ারস কোড অব কন্ডাক্টের নিয়ম অমান্য করায় আদালত শোয়েব আখতারকে সাত মিলিয়ন রুপি জরিমানা ও সঙ্গে পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দেয়।
শোয়েবের আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ১৪ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আদালতের অনুমতি নিয়ে তার শাস্তি কমিয়ে দেয়। খেলাও চালিয়ে যান তিনি। তবে, জরিমানার সাত মিলিয়ন রুপি বহাল রাখা হয়।
৪৬ টেস্টে ১৭৮ উইকেট পাওয়া শোয়েব আখতার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯৭ সালে অভিষেক ম্যাচ খেললেও ২০০৭ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ সাদা পোষাকে মাঠে নামেন। ১৬৩ ওয়ানডেতে ২৪৭ উইকেট পাওয়া এ পেস তারকা ২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেন।