স্বপ্ন ছিল বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করবেন। নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৫ রানের জন্য সেই বিরল রেকর্ডটি করতে পারেননি বাঁ-হাতি ড্যাসিং ওপেনার। না পারলেও এখন বহু রেকর্ডের মালিক তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। টেস্ট ক্রিকেটে টাইগারদের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার তিন হাজারি ক্লাবের সদস্য। এখন রয়েছেন দুর্দান্ত ফর্মে। আসন্ন ভারত সিরিজে বাংলাদেশের অন্যতম ভরসা। অথচ তার ফিটনেস নিয়ে সন্দেহ পোষণ করেছেন টাইগারদের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিলাভারায়ন। তামিম ভুগছেন পুরনো হাঁটুর ইনজুরিতে।
হাঁটুর ইনজুরির জন্য বিশ্বকাপ ক্রিকেট খেলা সংশয়াচ্ছন্ন হয়ে পড়েছিল তামিমের। কিন্তু ক্রিকেট বোর্ডের দ্রুত সিদ্ধান্তে বিশ্বকাপ খেলেন এই বাঁ-হাতি ওপেনার। বিশ্বকাপের আগে দ্রুত অস্ত্রোপচার করা হয় হাঁটুতে। অস্ত্রোপচার শেষে দেশে ফিরে অংশ নেন বিশ্বকাপে। ক্রিকেট মহাযজ্ঞে খেললেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। তখন অনেকেই সমালোচনায় জর্জরিত করেন তামিমসহ ক্রিকেট বোর্ডকে। পাকিস্তান সিরিজে তাকে বসিয়ে দেওয়ার জন্যও পরামর্শ দেন। কিন্তু তাতে কান দেননি কোচ চন্ডিকা হাতুরাসিংহে। বরং সবাইকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একাদশে খেলান তামিমকে। এরপর পুরো বিশ্ব দেখে তামিমের অবিশ্বাস্য পারফরম্যান্স।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলছে ১৯৮৬ সাল থেকে। ২৯ বছর ধরে ক্রিকেট খেলে মাত্র একটি জয় ছিল পকেটে সিরিজের আগে। তাও ১৯৯৯ সালে, বিশ্বকাপ ক্রিকেটে। ১৬ বছর পর এবার পাকিস্তানের বিপক্ষে শুধু জয়ই পায়নি। তুলোধুনো করে হোয়াইটওয়াশ করেছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতিটিতেই বিধ্বস্ত করেছে টাইগাররা। সিরিজে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তামিম। খেলেন ১৩২, ১১৬* ও ৬৪ রানের ইনিংস। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তামিম যিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে টানা সেঞ্চুরি করেছেন। ২০১০ সালে ইংল্যান্ড সফরে টানা দুই টেস্টে সেঞ্চুরি করেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেন। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা ধরে রাখেন টেস্টেও। বাংলাদেশের মুশফিকুর রহিমের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন। খুলনায় হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দেন তামিম। ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে ৩১২ রানের রেকর্ড গড়েন। ভাঙেন ৫৫ বছরের রেকর্ড। ভারত সিরেজ এবার তিনি বাংলাদেশের অন্যতম ভরসা। অথচ ভারতের বিপক্ষে খেলা এখন সংশয়াচ্ছন্ন।
আঙ্গুলের হালকা ইনজুরিতে ভুগছেন টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তবে তেমন গুরুত্বপূর্ণ নয় মুশফিকের ইনজুরি। তামিম ভুগছেন হাঁটুর ইনজুরিতে। দুই ক্রিকেটারের ইনজুরি নিয়ে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ ভিলাভারায়ন বলেন, 'মুশফিকের আঙ্গুলের ইনজুরি নিয়ে কাজ করছেন ফিজিও। আশা করছি, কয়েকদিনের মধ্যে মুশফিক সুস্থ হয়ে উঠবেন। তামিমের ইনজুরি রয়েছে হাঁটুতে। অবশ্য তার হাঁটুতে এখনো ব্যথা রয়েছে। এ জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।'
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ খেলার পর সব ফোকাস এখন বাংলাদেশের ওপর। ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কারদের মতো লিজেন্ড ক্রিকেটাররা সতর্ক করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে। তারা বলেছেন, বাংলাদেশকে যেন কোনোভাবেই হালকাভাবে না নেয়। তাতে বুমেরাং হতে পারে। টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ৭ জুন পূর্ণ শক্তির ভারতীয় ক্রিকেট দল আসছে বাংলাদেশে। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী। ১০-১৪ জুন নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে টেস্ট এবং ১৮, ২১ ও ২৪ জুন তিন ওয়ানডে মিরপুর স্টেডিয়ামে। এই সিরিজকে সামনে রেখে গত দুদিন ধরে ফিটনেস ট্রেনিং করেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের কন্ডিশনিং দেখে সন্তোষ প্রকাশ করেন ভিলাভারায়ন বলেন, 'দলটির সঙ্গে গত এক বছর ধরে কাজ করছি। দেখেছি তারা ফিটনেস ধরে রাখতে অধিকতর মনোযোগী। এটা খুব ভালো। আগামী বছর টি-২০ বিশ্বকাপ। তার আগে শতভাগ ফিট হতে হবে ক্রিকেটারদের। তারাও মানসিকভাবে প্রস্তুত নিজেদের তৈরি করতে।'
কাল শেষ হয়েছে ফিটনেস টেস্ট। ২৪-২৭ মে বিসিএলের ফাইনাল রাউন্ড খেলতে ক্রিকেটাররা উড়ে যাবেন চট্টগ্রাম। এরপর ১ জুন থেকে পুনরায় শুরু হবে অনুশীলন।