তৃতীয়বারের মতো ডাবল জিতল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা ইতালিয়ার ফাইনালে গত বুধবার ওল্ড লেডিরা ২-১ গোলে হারিয়েছে লেজিওকে। এই লেজিওর বিপক্ষেই ২০০৩-০৪ মৌসুমের কোপা ইতালিয়া ফাইনালে ৪-২ (দুই লেগে) গোলে পরাজিত হয়েছিল জুভেন্টাস। দারুণ এক প্রতিশোধই নিলেন বুফনরা। সেই সঙ্গে বাঁচিয়ে রাখলেন প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বপ্নও। আগেই ইতালিয়ান সিরি এ লিগ জয় করেছে জুভেন্টাস। এবার তারা ঘরে তুলল কোপা ইতালিয়া। ৬ জুন বার্সেলোনাকে হারিয়ে ট্রেবল জয়ের স্বপ্নও পূরণ করবে না তো বিয়ানকোনেরিরা (হোয়াইট-ব্ল্যাক)!
জুভেন্টাস প্রথমবারের মতো ডাবল (ইতালিয়ান সিরি এ এবং কোপা ইতালিয়া) জয় করেছিল ১৯৫৯-৬০ মৌসুমে। সেবার আর্জেন্টিনার উমর সিভোরি জুভেন্টাসে এক অসাধারণ মৌসুম কাটিয়েছিলেন। লিগে করেছিলেন ২৮ গোল। ওয়েলসের জন চার্লসও খেলেছিলেন দুর্দান্ত ফুটবল। লিগে করেছিলেন ২৩ গোল। সবমিলিয়ে রিয়াল মাদ্রিদের পর তখন জুভেন্টাসই ইউরোপে শ্রেষ্ঠত্বের দাবিদার ছিল। এরপর ডাবল জয়ের জন্য ওল্ড লেডিদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ১৯৯৪-৯৫ মৌসুমে লিগে লেজিওকে হারিয়ে এবং কোপা ইতালিয়ায় পারমাকে হারিয়ে শিরোপা জিতে জুভেন্টাস। সেও তো বহু বছর হয়ে গেল। জুভেন্টাস ভক্তদের দুই দশক অপেক্ষা করতে হলো আরও একটা ডাবল জয়ের জন্য।
গত বুধবারের ম্যাচে রুমানিয়ান ডিফেন্ডার স্টেফান রাডুর গোলে চতুর্থ মিনিটেই এগিয়ে গিয়েছিল লেজিও। মনে হচ্ছিল, আরও একবার জুভেন্টাস কোপা ইতালিয়ার ফাইনালে পরাজয় স্বীকার করতে যাচ্ছে সেই লেজিওর কাছেই! তবে চিয়েল্লিনি আর মাতরি দলকে উপহার দেন অসাধারণ এক জয়। চিয়েল্লিনি ১১ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান। ১-১ গোলের ড্র নির্ধারিত নব্বই মিনিটে একই থাকে। অতিরিক্ত ৩০ মিনিট খেলতে নেমে ইতালিয়ান স্ট্রাইকার আলেসান্দ্রো মাতরি গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন।
জুভেন্টাস একের পর এক শিরোপা নিশ্চিত করে বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েই চলেছে। ডাবল জয়ের পর কোচ আল্লেগ্রি তো বলেই দিয়েছেন, লক্ষ্য এবার ট্রেবল জয়। অন্যদিকে বার্সেলোনাও কথার লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নয়। লা লিগা জয়ের পর ৩০ মে তাদের সামনে সুযোগ আছে কোপা দেল রে কাপ জয়ের। পিকে তো বলেই দিয়েছেন, বার্সেলোনাকে হারাতে হলে বম্বার আর স্টেনগানের প্রয়োজন হবে। দেখা যাক, এর মধ্যে এমন অস্ত্র খুঁজে পায় কি না জুভেন্টাস!
শিরোনাম
- ভুটানের লিগে ২৮ গোলের অবিশ্বাস্য জয়ে সাবিনার ৯ ও মনিকার ৭
- সাম্য হত্যায় ক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন ছাত্রদল ও বাম সংগঠনের
- জান্তা বাহিনীর ঘাঁটিতে হামলা, থাইল্যান্ডে পালাল ৪১৪ জন
- সাম্য হত্যার প্রতিবাদে ঢাবি উপাচার্যের পদত্যাগ দাবি জাবি ছাত্রদলের
- মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক নিয়োগ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি : আসিফ নজরুল
- দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তাসহ চারজনকে দুদকে তলব
- রাঙামাটিতে ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত
- গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
- মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
- নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
- পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল বিসিবি
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
- টিকটক লাইভেই ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
- দিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ শেষ মুহূর্তে বাতিল
- রুপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
- গাজা দখলে নিয়ে ‘স্বাধীনতা অঞ্চল’ তৈরি করতে চান ট্রাম্প
- তুরস্কে ‘ডামি’ প্রতিনিধি দল পাঠিয়েছে রাশিয়া : জেলেনস্কি
- এনসিপিদের সাদরে বরণ, জবি ছাত্রদের উপর টিয়ারশেল? প্রশ্ন রিজভীর
- রাজবাড়ী সদর হাসপাতালে ফের দুদকের অভিযান
জুভেন্টাসের ডাবল
জুভেন্টাস ২ : ১ লেজিও
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর