তৃতীয়বারের মতো ডাবল জিতল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা ইতালিয়ার ফাইনালে গত বুধবার ওল্ড লেডিরা ২-১ গোলে হারিয়েছে লেজিওকে। এই লেজিওর বিপক্ষেই ২০০৩-০৪ মৌসুমের কোপা ইতালিয়া ফাইনালে ৪-২ (দুই লেগে) গোলে পরাজিত হয়েছিল জুভেন্টাস। দারুণ এক প্রতিশোধই নিলেন বুফনরা। সেই সঙ্গে বাঁচিয়ে রাখলেন প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বপ্নও। আগেই ইতালিয়ান সিরি এ লিগ জয় করেছে জুভেন্টাস। এবার তারা ঘরে তুলল কোপা ইতালিয়া। ৬ জুন বার্সেলোনাকে হারিয়ে ট্রেবল জয়ের স্বপ্নও পূরণ করবে না তো বিয়ানকোনেরিরা (হোয়াইট-ব্ল্যাক)!
জুভেন্টাস প্রথমবারের মতো ডাবল (ইতালিয়ান সিরি এ এবং কোপা ইতালিয়া) জয় করেছিল ১৯৫৯-৬০ মৌসুমে। সেবার আর্জেন্টিনার উমর সিভোরি জুভেন্টাসে এক অসাধারণ মৌসুম কাটিয়েছিলেন। লিগে করেছিলেন ২৮ গোল। ওয়েলসের জন চার্লসও খেলেছিলেন দুর্দান্ত ফুটবল। লিগে করেছিলেন ২৩ গোল। সবমিলিয়ে রিয়াল মাদ্রিদের পর তখন জুভেন্টাসই ইউরোপে শ্রেষ্ঠত্বের দাবিদার ছিল। এরপর ডাবল জয়ের জন্য ওল্ড লেডিদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ১৯৯৪-৯৫ মৌসুমে লিগে লেজিওকে হারিয়ে এবং কোপা ইতালিয়ায় পারমাকে হারিয়ে শিরোপা জিতে জুভেন্টাস। সেও তো বহু বছর হয়ে গেল। জুভেন্টাস ভক্তদের দুই দশক অপেক্ষা করতে হলো আরও একটা ডাবল জয়ের জন্য।
গত বুধবারের ম্যাচে রুমানিয়ান ডিফেন্ডার স্টেফান রাডুর গোলে চতুর্থ মিনিটেই এগিয়ে গিয়েছিল লেজিও। মনে হচ্ছিল, আরও একবার জুভেন্টাস কোপা ইতালিয়ার ফাইনালে পরাজয় স্বীকার করতে যাচ্ছে সেই লেজিওর কাছেই! তবে চিয়েল্লিনি আর মাতরি দলকে উপহার দেন অসাধারণ এক জয়। চিয়েল্লিনি ১১ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান। ১-১ গোলের ড্র নির্ধারিত নব্বই মিনিটে একই থাকে। অতিরিক্ত ৩০ মিনিট খেলতে নেমে ইতালিয়ান স্ট্রাইকার আলেসান্দ্রো মাতরি গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন।
জুভেন্টাস একের পর এক শিরোপা নিশ্চিত করে বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েই চলেছে। ডাবল জয়ের পর কোচ আল্লেগ্রি তো বলেই দিয়েছেন, লক্ষ্য এবার ট্রেবল জয়। অন্যদিকে বার্সেলোনাও কথার লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নয়। লা লিগা জয়ের পর ৩০ মে তাদের সামনে সুযোগ আছে কোপা দেল রে কাপ জয়ের। পিকে তো বলেই দিয়েছেন, বার্সেলোনাকে হারাতে হলে বম্বার আর স্টেনগানের প্রয়োজন হবে। দেখা যাক, এর মধ্যে এমন অস্ত্র খুঁজে পায় কি না জুভেন্টাস!
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
- ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ছাত্রদল
- জুরাইনে ফুটপাতে পড়েছিল দুই লাশ
- সম্পর্ক জোরদারে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- তিন শর্তে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে : স্বাস্থ্য উপদেষ্টা
- থাকছে না নিবন্ধন পরীক্ষা, যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ
- বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
- আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স ১৪২৪ মিলিয়ন ডলার
- সচিব হলেন আবু ইউসুফ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন
- সাদাপাথরকাণ্ড: সিলেটের জেলা প্রশাসক ও ইউএনও বদলি
- মোদিকে ফোনে কী বললেন পুতিন?
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
জুভেন্টাসের ডাবল
জুভেন্টাস ২ : ১ লেজিও
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর