পেপ গার্ডিওলা মিডফিল্ডে যেখানে খেলতেন জাভি হার্নান্দেজ ঠিক সেখানেই খেলতে শুরু করেন গত শতকের শেষ বছর থেকে। ফুটবলার গার্ডিওলা যুগের সমাপ্তিতে শুরু হয়েছিল জাভি হার্নান্দেজের যুগের। বার্সেলোনায় এরপর ১৭টি বছর কাটিয়ে দিলেন স্প্যানিশ এই মিডফিল্ডার। জয় করলেন ক্লাব ফুটবলে সম্ভব এমন সবকিছুই। নেতৃত্ব দিলেন সামনে থেকে। এবার ৩৫ বছর বয়সী এ মিডফিল্ডার বার্সেলোনা ছাড়ার পরিকল্পনা করেছেন। পেপ গার্ডিওলার পথেই হাঁটলেন তিনি। গার্ডিওলা যেমন ক্যারিয়ারের শেষটা কাটিয়েছিলেন কাতারে। জাভিও তেমনি। তবে ক্লাব ভিন্ন। গার্ডিওলা খেলেছিলেন আল আহলি ক্লাবে। জাভি যাচ্ছেন আল সাদে। গতকাল এক সংবাদ সম্মেলনে জাভি হার্নান্দেজ বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন। গুজবটা আগেই রটেছিল। তবে তা যে সত্যি হবে ভক্তরা কল্পনা করেননি। গতকাল ভক্তদের অবাক করে দিয়ে জাভি হার্নান্দেজ সাংবাদিকদের বললেন, 'আমি এ মৌসুমেই ক্লাব ছাড়ার ঘোষণা দিচ্ছি। এই সিদ্ধান্তটাই চূড়ান্ত। তবে এমন একটা সিদ্ধান্ত নেওয়া সত্যিই আমার জন্য কষ্টকর।' ছেলেবেলা থেকেই লা মেসিয়ায় আছেন জাভি হার্নান্দেজ। একসঙ্গে বেড়ে উঠেছেন ইনিয়েস্তাদের সঙ্গে। একসঙ্গে জিতেছেন অসংখ্য শিরোপা। সবমিলিয়ে ৭৬৩ ম্যাচ খেলে কাতালান ক্লাবটির পক্ষে সর্বোচ্চ ম্যাচে অংশগ্রহণকারী জাভি হার্নান্দেজ। ৮টা লা লিগা, ৩টা চ্যাম্পিয়ন্স লিগ, ৬টা স্প্যানিশ সুপারকাপ, ২টা উয়েফা সুপার কাপ এবং ২টা ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করেছেন জাভি বার্সেলোনায়। সঙ্গী ছিলেন লিওনেল মেসি, ইনিয়েস্তা আর পুয়লের মতো সতীর্থ। এবার সবাইকে ছেড়ে যেতে হবে নতুন ঠিকানায়। তবে বেশ কয়েকদিন আগে একটা গুঞ্জন উঠেছিল, জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচ হতে পারেন। কে জানে পেপ গার্ডিওলার স্থানটাই হয়তো একদিন দখল করবেন এই মিডফিল্ডার!