ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ এ গতকাল বাংলাদেশ প্রতিদিনের হয়ে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। সিক্স-এ-সাইড এই টুর্নামেন্টে জাতীয় দলের সাবেক অধিনায়ক ব্যাট করতে নেমে করেছেন ৪৮ রান। তারপরও জিততে পারেনি বাংলাদেশ প্রতিদিন। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিন প্রথমে ব্যাট করে ছয় ওভারে করেছিল ৮৬ রান। জবাবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে দেয় ইন্ডিপেনডেন্ট। আশরাফুলের করা শেষ ওভারের শেষ তিন বলে ১৪ রান নিয়েই জয় নিশ্চিত করে তারা। এই জয়ের পরও তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত নয়। কেননা আগের ম্যাচে ইন্ডিপেনডেন্ট বড় ব্যবধানে হেরেছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা মেইলের কাছে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলা মেইলের মুখোমুখী হবে বাংলাদেশ প্রতিদিন। জিতলেই কোয়ার্টার ফাইনাল! এদিকে টুর্নামেন্টে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে দি রিপোর্ট ২৪, চ্যানেল নাইন ও নতুন সময় ডট টিভি। টুর্নামেন্টের তৃতীয় দিন প্রথম ম্যাচে দি রিপোর্ট ২৪ (১০৬/১) ১৩ রানে দৈনিক কালের কণ্ঠ (৯৩/৫) কে পরাজিত করে ডি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।