মোহামেডান ও শেখ রাসেলের মতো ২০ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে তারা ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে। তিন দল সমান ২০ পয়েন্ট সংগ্রহ করলেও গোল পার্থক্য মোহামেডান দ্বিতীয়, ব্রাদার্স তৃতীয় ও ফেবারিট শেখ রাসেল চতুর্থ অবস্থানে রয়েছে। চারবারের লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী আছে পঞ্চম স্থানে।
গতকাল মুক্তিযোদ্ধা ও ফরাশগঞ্জের ম্যাচটি বৃষ্টির কারণে স্থগিত হয়। এ ম্যাচে মুক্তিযোদ্ধা যদি জিতে যায় তা হলে আবাহনীকে টপকিয়ে পাঁচে চলে যাবে। আবাহনী তখন নেমে যাবে ছয়ে। শেখ জামাল ২৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে অবস্থান করছে।
ব্রাদার্স পুরো পয়েন্ট পেলেও ম্যাচে কিন্তু প্রাধান্য ছিল চট্টগ্রাম আবাহনীর। গোলের সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্রাদার্স গতিময় হয়ে উঠে। গোলের জন্য একের পর এক আক্রমণ চালায়। ৬৯ মিনিটে অগাস্ট্রিন গোল করে দলকে এগিয়ে রাখেন। ৮৩ মিনিটে আরেক বিদেশি ওয়ালসন গোল করলে ব্রাদার্সের জয় নিশ্চিত হয়ে যায়। এই হারে চট্টগ্রাম আবাহনী ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে।
আগামী ২০ জুন থেকে লিগে দ্বিতীয় পর্ব শুরু হবার কথা। শেখ জামাল শীর্ষে থাকলেও কে যে শিরোপা জিতবে তা বলা মুশকিল। কেননা ফেবারিট হয়েও শেখ জামাল ও শেখ রাসেল লিগে ভালো খেলতে পারছে না।