ভারতীয় ক্রিকেটের তিন রত্ন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়কে পরামর্শক হিসেবে জাতীয় দলে নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে বিসিসিআই।
তারা নিয়োগ পেলে এক সাথে বাংলাদেশে আসতে পারেন এই তিন ক্রিকেটার। যদিও বিসিসিআইর সেক্রেটারি অনুরাগ ঠাকুর ইঙ্গিত দিয়েছেন সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়ের জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ।
তাছাড়া বাংলাদেশ সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় বিসিসিআই। অনুরাগ বলেন, আমরা কোচের নাম ঘোষণা দেয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আশা করি সঠিক সিদ্ধান্তই নিতে পারবো। আমরা এমন কোচকেই নিয়োগ দিবো যে দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে।