'ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের' গ্রুপ পর্বের খেলা শুক্রবার শেষ হয়েছে। গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনালে উঠেছে আটটি গ্রুপ চ্যাম্পিয়ন দল। শনিবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ প্রতিদিন, ঢাকা ট্রিবিউন, মানব কন্ঠ, চ্যানেল আই, মাছরাঙা টিভি, চ্যানেল নাইন, দ্য রিপোর্ট ও নতুন সময় ডট টিভি।
শুক্রবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের চতুর্থ দিন প্রথম ম্যাচে ঢাকা ট্রিবিউন (১২২/০) ৪০ রানে জিটিভিকে (৮২/৩) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। ট্রিবিউনের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন জাতীয় দলের ক্রিকেটার শামসুর রহমান শুভ। বিজয়ী দলের আতিকুর ম্যান অব দ্য ম্যাচ হন।
দ্বিতীয় ম্যাচে বাংলামেইলকে ৫৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিন। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ প্রতিদিন। জবাবে ব্যাট করতে নেমে ৬৫ রান করে বাংলামেইল। ম্যাচে বাংলাদেশ প্রতিদিনের হয়ে জাতীয় দলের ক্রিকেটার মোহম্মদ আশরাফুল অপরাজিত ৭৮ করে ম্যান অব দ্য ম্যাচ হন।
ডি গ্রুপের শেষ ম্যাচে বিটিভিকে (৪০/৩) ৩৬ রানে হারিয়েছে চ্যানেল আই (৭৬/৩)। ম্যান অব দ্য ম্যাচ হন চ্যানেল আইয়ের মনির।
আরেক ম্যাচে মাছরাঙা টিভি (৬৪/০) ৫ উইকেটে নিউ এজকে (৬০/২) পরাজিত করে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাছরাঙা টিভির জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল।
দিনের শেষ ম্যাচে কালেরকন্ঠকে (৫৬/৪) ১০ রানে হারিয়েছে সময় টিভি (৬৬/৪)। সময় টিভির সানবীর ম্যান অব দ্য ম্যাচ হন। এদিকে চ্যানেল ২৪ মাঠে না আসায় মানবকন্ঠ ওয়াক ওভার লাভ করে ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
অন্য ম্যাচে নয়া দিগন্তের বিপক্ষে ওয়াক ওভার পেয়েছে যমুনা টিভি। মাঠে উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, জিটিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ ও মাছরাঙা টিভির ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান।
আগামীকালের খেলা : কোয়ার্টার ফাইনাল
সকাল ৯:০০ মি.
চ্যানেল আই বনাম মাছরাঙা টিভি
চ্যানেল নাইন বনাম দি রিপোর্ট ২৪
সকাল ১০.০০ মি.
বাংলাদেশ প্রতিদিন বনাম মানবকন্ঠ
ঢাকা ট্রিবিউন বনাম নতুন সময় ডট টিভি।
বিডি-প্রতিদিন/২২ মে ২০১৫/ এস আহমেদ