ক্রিকেটের বাইরে আইনী কাজে খরচ বেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের। গত দু'বছরে এ ধরনের বিভিন্ন কাজে বোর্ডটির বাড়তি খরচ হয়েছে প্রায় ৫৬ কোটি রূপি। যে কারণে খরচ কমাতে হচ্ছে অন্য খাতে। গত দু'বছর ভারতীয় ক্রিকেটের দায়িত্ব ছিলেন শ্রীনিবাসন ও ডালমিয়া। তাদের নিজেদের মধ্যেও সম্পর্কটা খুব একটা ভালো নেই এখন।
অবকাঠামোগত উন্ননয়ের জন্য সহযোগী রাজ্যদলগুলোর জন্য অনুদান ৫০ কোটি থেকে বাড়িয়ে ৭৫ কোটি করার যে প্রস্তাব ছিল তাও বাতিল হয়েছে আইনী কাজের এই অতিরিক্ত খরচের জন্য।
বিডি-প্রতিদিন/২২ মে ২০১৫/শরীফ