২০০৯ সালের মার্চে পাকিস্তান সফরে যাওয়া শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দেশটিতে সফরে যাওয়ার সাহস দেখায়নি কোনো দল। তবে ৬ বছরেরও বেশি সময় পর আবারও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বল মাঠে গড়াল। এজন্য কৃতিত্ব দিয়ে হবে জিম্বাবুয়ে ক্রিকেট দলকেও। কারণ তারাই প্রথম সাহস করে পাকিস্তানে সিরিজ খেলতে রাজি হয়। শুধু রাজি বললে ভুল হবে, কারণ অনেক দোটানার পরও টস জিতে বর্তমানে ব্যাটিং করছে আফ্রিকার ওই দেশটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান। ব্যাট হাতে ক্রিকে আছেন হ্যামিল্টন মাসাকাদজা (১৭) ও ভুসি সিবান্দা (০৬)। দেশের মাটিতে ছয় বছর পর প্রথম বলটি করেন অলরাউন্ডার আনওয়ান আলী। এসময় ব্যাটিংয়ে ছিলেন মাসাকাদজা।
এরআগে, শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
২০০৯ সালের মতো কোনো সন্ত্রাসী হামলা যেন না হতে পারে সে জন্য পাকিস্তান সফরে আসা জিম্বাবুইয়ান ক্রিকেটারদের কড়া নিরাপত্তায় রেখেছে দেশটির নিরাপত্তাকর্মীরা। জিম্বাবুইয়ান ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করতে দলটির সঙ্গে ৪,০০০ পুলিশ নিয়োগ করা হয়।
আগামি ২৪ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর আগামি ২৬, ২৯ ও ৩১ মে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে দেশে ফিরবে সফরকারী দলটি। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৫/মাহবুব