ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'এ অংশগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরকে টেস্ট ফরম্যাটে ফিরতে নিষেধ করেছেন ক্যারিবীয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। আইপিএলে অংশ নেওয়া ক্যারিবীয় ক্রিকেটাররা টেস্টে ফিরবে না বলেও তার আশা।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যামব্রোস।অ্যামব্রোস বলেন, 'আমরা শক্তিশালী একটি দল গঠন করতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের সেরা খেলোয়াড়দের বেশীরভাগই আইপিএলে রয়েছে।'
তিনি আরো বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি হয় ক্রিকেটাররা আইপিএলে যাক না হয় জাতীয় দলের হয়ে খেলুক। আমরা কারো সিদ্ধান্তে জোর করতে পারবো না। পছন্দ তাদের।'
টেস্টে না ফেরার ব্যাপারে এই কিংবদন্তি বলেন, 'টি-টোয়েন্টি খেলে টেস্টে আসার কোনো দরকার নেই। আমাদের হাতে যেসব ক্রিকেটার আছে, আমরা তাই দিয়েই চালিয়ে নেবো। তার চেয়ে তরুণ ক্রিকেটারদের জন্য ভালো ব্যবস্থা করলে ভবিষ্যতে ক্যারিবীয় দল ভালো করবে।'
বিডি-প্রতিদিন/২২ মে ২০১৫/শরীফ