পাকিস্তানকে ওয়ানডে হোয়াইটওয়াশ করে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ইতিপূর্বে বাংলাদেশের ক্রিকেটের এমন সোনালী সময় আগে কখনো আসেনি। তবে এর থেকেও বড় উপলক্ষ অপেক্ষা করছে টাইগারদের জন্য। আগামী মাসে দেশের মাটিতে ভারতের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এখানে টিম-ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে নতুন এক মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ।
টাইগাররা যদি তিনটি ওয়ানডেতেই ভারতকে হারাতে পারে তাহলে বাংলাদেশ মোট ৮টি রেটিং পয়েন্ট পাবে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৮। আর র্যাংকিং আট নম্বরে। যদি ভারতকে বাংলাওয়াশ করা যায়, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৬। আর র্যাংকিং হবে ছয়। সিরিজটা যদি বাংলাদেশ ২-১ এ জিতে, তাহলে র্যাংকিং সাত নম্বরে দাঁড়াবে। আর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৩।
এখন দেখার বিষয়, টাইগাররা ভারতকে বাংলাওয়াশের লজ্জা দিয়ে র্যাংকিংয়ে নতুন মাইলফলক স্পর্শ করে দেশের মানুষকে আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারে কিনা?
আগামী ৭ জুন তিনটি ওয়ানডে ও ১টি টেস্ট খেলতে ভারতীয় ক্রিকেট দল ঢাকা সফরে আসবে।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৫/মাহবুব