আর মাত্র তিন দিন পরই শুরু হচ্ছে দেশের মাটিতে গলফের সবচেয়ে বড় টুর্নামেন্ট 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫'। এশিয়ান ট্যুরের এই আয়োজনকে কেন্দ্র করে এখন দেশি-বিদেশি গলফার-অফিশিয়ালদের পদচারণায় মুখরিত কুর্মিটোলা গলফ ক্লাব। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় ৩ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। পাশাপাশি বসুন্ধরা বাংলাদেশ ওপেনে ভালো করে আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় 'রিও ডি জেনিরো অলিম্পিক' খেলার কথা ভাবছেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের দুবারের শিরোপা জয়ী গলফার ২০১৩ সালে প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গলফ বিশ্বকাপে খেলে অনন্য এক মাইলফলক স্থাপন করেছেন। এবার সিদ্দিকুরের সামনে অপেক্ষা করছে আরেকটি মাইলফলক, অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন।
অলিম্পিকের বর্তমান র্যাঙ্কিংয়ে সিদ্দিকুরের অবস্থান ৫৯তম। এই অবস্থানটা ধরে রাখতে পারলেই ব্রাজিল অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে যাবেন দেশসেরা এ গলফার। তবে একটু এদিক-সেদিক হলে সুযোগটা হাতছাড়াও হতে পারে। তবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনে চ্যাম্পিয়ন হতে পারলে তিনি র্যাঙ্কিংয়ে একটা বড় লাফ দেবেন। শিরোপা না জিতলেও অলিম্পিক নিশ্চিত হয়ে যাবে সিদ্দিকুরের, যদি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা চলে আসেন।
সিদ্দিকুর রহমান ঘরের কোর্সে অনুষ্ঠেয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের অন্য দুই তারকা জামাল হোসেন ও সাখাওয়াত হোসেন সোহেলের। তবে মনে রাখতে হবে, বসুন্ধরা বাংলাদেশ ওপেনে অংশ নিচ্ছেন থ্যায়র্ন উইরাতচ্যান্টের মতো বিশ্ব নন্দিত তারকা। থাইল্যান্ডের এই গলফার একাই ১৮টি এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন। এ ছাড়াও রয়েছেন সিঙ্গাপুরের তারকা মারদান মামত ও ভারতের উদীয়মান তারকা গলফার রশিদ খান।
আগামী বছর ব্রাজিলের সুন্দর শহর রিও ডি জেনিরোতে বসবে অলিম্পিক আসর। এই প্রতিযোগিতায় খেলার প্রত্যয় ব্যক্ত করে সিদ্দিকুর বলেছেন, 'অলিম্পিকে খেলাটা আমার জন্য স্বপ্ন। আমি যদি আমার বর্তমান অবস্থানটা ধরে রাখতে পারি তবে আমার ক্যারিয়ারে আরেকটি মাইলস্টোন অর্জিত হবে। তবে বসুন্ধরা বাংলাদেশ ওপেন দেশের অন্য গলফারদেরও অলিম্পিকে খেলার সুযোগ তৈরি করে দিতে পারে।'
বাংলাদেশের মতো ক্রিকেটের দেশে গলফ নিয়ে তরুণদের উদ্দীপনা দেখে ভীষণ খুশি সিদ্দিকুর রহমান। জাতীয় ওপেনে তরুণরা অনেক ভালো করেছে। সিদ্দিকুর বলেন, 'এই টুর্নামেন্টে শিরোপা জয়ের সুযোগ রয়েছে আমার। কিংবা বাংলাদেশের অন্য কেউও জিততে পারে। তাদের মধ্যে সেই প্রতিভা আছে। তবে এটুকু বলতে পারি, বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপা যদি বাংলাদেশ জিতে যায় তবে অনেক কিছু পাল্টে যাবে। ক্রিকেটের পর গলফই হবে দেশের দ্বিতীয় জনপ্রিয় খেলা।'