দেশের মাটিতে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে সর্বাধিক একশ' উইকেট নিয়ে ইতোমধ্যে রেকর্ড গড়ে ফেলেছেন সাকিব আল হাসান। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই ভালো পারফর্ম করে ইতোমধ্যে শীর্ষ অলরাউন্ডারের থেতাব জিতেছেন তিনি।
ফতুল্লা টেস্টে বোলিংয়ে রেকর্ডের পাশপাশি ব্যাটিংয়েও আরেকটি রেকর্ড গড়লেন সাকিব। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে ৯ রান করেন ও ৪টি উইকেট নেন তিনি। এর মধ্য দিয়ে দেশের মাটিতে টেস্টে দু'হাজার রান ও ১০০ উইকেট লাভকারী বিশ্বে সপ্তম অলরাউন্ডার হয়ে গেলেন সাকিব। অলরাউন্ডার হিসেবে এখন স্যার গ্যারি সোবার্স, জ্যাক ক্যালিস, ইয়ান বোথাম ও কপিল দেবের পাশে তার নাম।
দেশের মাটিতে টেস্টে ২ হাজার রান ও কমপক্ষে একশ' উইকেট লাভকারী সেরা অলরাউন্ডারের তালিকায় থাকা বাকি ছ’জন হচ্ছেন ইয়ান বোথাম (ইংল্যান্ড), কপিল দেব (ভারত), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) এবং ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইতিহাসের মাত্র তৃতীয় অল রাউন্ডার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন সাকিব। ইংল্যান্ডের ইয়ান বোথাম এবং পাকিস্তানের ইমরান খানেরও ক্রিকেট ক্যারিয়ারে একই অর্জন রয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ জুন ২০১৫/শরীফ