ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফলোঅনে পড়লেও বৃষ্টিস্নাত ফতুল্লা টেস্টের সমাপ্তি হয়েছে ড্র দিয়েই। রবিবারও বৃষ্টির কারণে টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা সকালে শুরু হতে পারেনি। বৃষ্টি থামায় লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ভারতীয় স্পিনারদের দাপটে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৫৬ রানে।
ফলে অতিথি ভারতীয়দের চেয়ে ২০৬ রানে পিছিয়ে থাকায় ফলোঅনেই পড়ত হয় মুশফিকবাহিনীকে। দ্বিতীয় ইনিংস ওপেন করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ১৫ ওভার ব্যাটিং করে এই জুটি ২৩ রান সংগ্রহের পর ড্র মেনে নিয়েই নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই মাঠ ছাড়ে দু'দল। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারতের শিখর ধাওয়ান।
এরআগে, টেস্টের পঞ্চম ও শেষ দিনে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। চতুর্থ দিনে তিন উইকেটে ১১১ রানে ব্যাট করতে নামা বাংলাদেশ দলীয় ১২১ রানেই ফিরে যান সাকিব আল হাসান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ২৫৬ রানে থাকে বাংলাদেশের প্রথম ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন ইমরুল কায়েস। এছাড়া লিটন কুমার দাশ ৪৪ এবং সৌম্য সরকার ৩৭ রান করেন।
ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন সর্বোচ্চ ৫টি উইকেট লাভ করেন। এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা হারভজন সিং ৩ ও অ্যারন নেন একটি উইকেট।
এর আগে, ভারত তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। দলের পক্ষে সেঞ্চুরি করেন শিখর ধাওয়ান ১৭৩, মুরালি বিজয় ১৫০। সাকিব ১০৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৫/মাহবুব