অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপেই তিনি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। কিন্তু অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের অনুরোধে তিনি পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি সিরিজ খেলতে রাজি হন। আগামী ১৭ জুন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে। এরপর আগস্টে ভারতের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। রবিাবর সাঙ্গাকার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন আগাস্টে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টটি হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। এরপর তিনি সব ধরণের ক্রিকেট থেকে অবসরে যাবেন।
শ্রীলঙ্কার ব্যাটিং নির্ভরতার প্রতীক সাঙ্গাকারা। জীবনের শেষ ওয়ানডে বিশ্বকাপেও করেছেন বেশ কিছু রেকর্ড। কিন্তু দুর্ভাগ্য কোয়ার্টার ফাইনাল টপকাতে পারেনি তার দল। তাতে কি, বিশ্বকাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে ক্যারিয়রের পড়ন্ত বেলায়ও দেখিয়ে গেছেন নিজের কারিশমা।
সাঙ্গাকারা টেস্টে ১২ হাজার ২০৩ রান করেছেন। যার মধ্যে ৩৮টি সেঞ্চুরি রয়েছে। গড় ৫৮.৬৬। শ্রীলঙ্কার সবচেয়ে সফল টেস্ট ব্যাটসম্যান হিসেবে তিনি অবসরে যাবেন। সাঙ্গাকারা ইনিংসের হিসেবে সবচেয়ে দ্রুত ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার (লারা ও শচীনের সঙ্গে যৌথভাবে), ১১ হাজার ও ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়েন।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৫/মাহবুব