নিজেদের মান যাচাই করতে পারেননি বলে হতাশ বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। হতাশ বৃষ্টিবিঘ্নিত টেস্টে হারের দ্বারপ্রান্তে আসায়। বিপরীতে ম্যাচ জিততে না পারায় যতটা হতাশা থাকার কথা ছিল, ঠিক ততটা নন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। হতাশ নন দলের বোলারদের চেষ্টা দেখে। প্রকৃতির সঙ্গে পেরে না উঠলেও হরভজন সিং, রবীচন্দন অশ্বিনদের পারফরম্যান্সে সন্তুষ্ট ঝরেছে কোহলির কণ্ঠে। ফলোঅনে ফেলানোর পরও বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতিভাবান বলেছেন এবং প্রশংসা করেছেন টাইগার স্পিনারদের। দুরন্ত ব্যাটিং ও বোলিং করে বৃষ্টিস্নাত টেস্টে চালকের আসনেই বসেছিল ভারত। তারপরও ওয়ানডেতে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মানতে কার্পণ্য করেননি কোহলি। টেস্টের পাঁচদিনের তিনদিনই খেলা হয়নি বৃষ্টিতে। তারপরও জয়ের একটি সুপ্ত সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু কাছাকাছি এসে জেতা হয়নি। না জিততে পেরে ভারতীয় অধিনায়ক বলেন, 'আমরা পরিকল্পনা অনুযায়ীই ক্রিকেট খেলেছি। এতে ম্যাচে জয়ের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তারপরও আমাদের বোলাররা চেষ্টা করেছে। অধিনায়ক হিসেবে তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।' টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই না পেরে উঠার ব্যাখ্যায় কোহলি বলেন, 'বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রতিভাবান। টেস্টে ভালো করতে হলে তাদেরকে আরও বেশি বেশি খেলতে হবে। তবে বাংলাদেশের স্পিনাররা ভালো।' টেস্ট সিরিজ শেষ। ১৮ জুন শুরু তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলতে দ্বিধা করেননি ভারতীয় ড্যাসিং ক্রিকেটার, 'ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী ওয়ানডে দল। বিশ্বকাপে ভালো খেলেছে। পাকিস্তানকে হারিয়েছে। তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কারণ নেই।'