ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। শনিবার পর্তুগালের সঙ্গে গোল শূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে শেষ চারে পৌঁছেছে ব্রাজিলের যুবারা। সেমিতে ব্রাজিল মুখোমুখি হচ্ছে সেনেগালের। আফ্রিকানরা কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে। ব্রাজিল শেষ চার নিশ্চিত করলেও জার্মানির যুবারা বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। আফ্রিকান দল মালির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরেছে জার্মানি। মালি শেষ চারে মুখোমুখি হচ্ছে সার্বিয়ার। কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোল শূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জিতেছে সার্বিয়া।