স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও জয় পেয়েছে নিউজিল্যান্ড। রবিবার রাতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে কিউইরা। এ জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী নিউজিল্যান্ড।
সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড। ৪৫.২ ওভারে ৩০২ রান তুলে অলআউট হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক মরগান। এ ছাড়া বেন স্টোকস ৬৮ ও জো রুট ৫৪ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন টিম সাউদি ও বেন হুইলার।
জয়ের জন্য ৩০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৬ রানেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। তবে কেইন উইলিয়ামসন ও রস টেলরের সেঞ্চুরির ওপর ভর করে বেশ স্বাচ্ছন্দেই জয় তুলে নেয় ম্যাককুলামবাহিনী।
কেইন উইলিয়ামসন করেন ব্যক্তিগত ১১৮ রানে। অন্যদিকে টেলর করেছেন ১১০ রান। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি পেলেন টেলর।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ২০১৫/শরীফ