এ বছর স্টুটগার্ট ওপেনের শিরোপা জিতেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। রবিবার অনুষ্ঠিত ফাইনালে সার্বিয়ার ভিক্টর ট্রোয়াচকিকে ৭-৬, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জিতেন তিনি।
২০১০ সালের পর এই প্রথম গ্রাসকোর্টে শিরোপা জিতলেন নাদাল। চলতি মৌসুমে এটি তার দ্বিতীয় এবং গ্রাস কোর্টের চতুর্থ শিরোপা। আরো লক্ষণীয় হলো, স্টুটগার্ট ওপেনে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লে ও গ্রাস কোর্টে শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন এই স্প্যানিশ তারকা। এর আগে ২০০৫ ও ২০০৭ সালে স্টুটগার্ট শিরোপা জিতেছিলেন বিশ্বের দশ নম্বর তারকা নাদাল।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ২০১৫/শরীফ