ফতুল্লায় বৃষ্টিবিঘ্নিত একমাত্র টেস্ট ড্র হয়েছে। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। ওয়ানডে সিরিজে অংশ নিতে সোমবার বিকেলে ঢাকায় পা রাখবে ধোনি বাহিনী। বিকেল ৪টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহেন্দ্র সিং ধোনিদের বহনকারী বিমানটি অবতরণ করার কথা। বিমানবন্দরে নেমে সোজা হোটেল সোনারগাঁওয়ে উঠবেন ধোনিরা।
আজ ধোনির সঙ্গে আসছেন- সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়ান কুলকার্নি। ওয়ানডে দলের বাকি সদস্যরা টেস্ট দলেও থাকায় বাংলাদেশেই রয়েছেন তারা। টেস্ট দলের যারা ওয়ানডে দলে নেই তারা ধোনিদের নিয়ে আসা বিমানের ফিরতি ফ্লাইটে দেশে ফিরে যাবেন।
আগামী ১৮ জুন থেকে শুরু হবে বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ। ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। দিবারাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বর্ষা মৌসুমের কারণে প্রতিটি ওয়ানডে ম্যাচের জন্যই 'রিজার্ভ ডে' রাখা হয়েছে।
ভারতের ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৫/ এস আহমেদ