ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে বলিউড অভিনেত্রী গীতা বাসরার প্রেমের তরী অনেক দিন আগেই জলে ভেসেছে। আইপিএল চলাকালে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা থাকলেই মাঠে গীতার উপস্থিতি দর্শকদের ভিন্ন আমেজ দিত। আর তাদের এ ডুবে ডুবে জল খাওয়া নিয়ে মিডিয়াও সর্বদা সরব থেকেছে। ছড়িয়েছে বিয়ের গুজব। তাই রসিকতার সুরে গীতা বললেন, ''গত এক বছরে হরভজনের সঙ্গে আমার সাতবার বিয়ে হয়েছে সংবাদমাধ্যমে!''
৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, 'প্রতিটি মেয়ের জন্যই বিয়ে বিশেষ ব্যাপার। এটা যখন হবে, সবাইকে জানিয়ে দেবো। বিয়ে লুকানোর ব্যাপার না। অবশ্য গুঞ্জনকে একেবারেই পাত্তা দেই না আমি। শুধু পরিবার ও বন্ধুদের কাছে এসব খবরের ব্যাখ্যা দিতে হয়, এই যা!'
প্রেমিকারা গ্যালারিতে থাকলে ক্রিকেটারদের জন্য সৌভাগ্য বয়ে আনে কি-না তা নিয়ে ইদানীং রসালো চর্চা চলে। বিশ্বকাপে অবশ্য বিরাট কোহলীর খারাপ পারফরমেন্সের জন্য সব দায় গিয়ে পড়ে মাঠে হাজির থাকা আনুষ্কা শর্মার গায়ে। তাই গীতাকে সাংবাদিকরা প্রশ্ন করে বসেন- তিনি হরভজনের জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের। উত্তরে গীতা জানান, প্রশ্নটা হরভজনকেই করা উচিত। তার ভাষ্য, 'হরভজনকে জিজ্ঞাসা করুন, আমি ওর জন্য সৌভাগ্যের কি-না। তবে দল জেতার মুহূর্তে হাজির থাকলে আনন্দ হয়।'
হরভজনের খেলার প্রতি ভালোবাসা গীতাকে অনুপ্রেরণা যোগায়। তিনি বলেন, 'অল্প সময়ে সাফল্য পেয়েছে ও। এখনও মাটিতেই পা আছে তার। সে খেলাকে ভালোবাসে। ওর কাছ থেকে আমি শিখি। অভিনয়শিল্পীর চেয়ে নিজেকে এখন ক্রিকেটারই বেশি মনে হয়!'
২০০৬ সালে 'ট্রেন' ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় গীতার। মাঝে কিছুদিনের বিরতির পর ফের 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড' ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন তিনি। এটি মুক্তি পাবে আগামী ৩ জুলাই।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৫/ এস আহমেদ