বাংলাদেশের প্রত্যাশা ছিল জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে মিশন শুরু করবে। তা আর হয়নি, কিরগিজস্তানের কাছে উদ্বোধনী ম্যাচে ১-৩ গোলে হেরে গেছে। ২০১৮ সালে রাশিয়ায় ফুটবলে দুনিয়া কাঁপানো আসর বিশ্বকাপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ বলে শুধু রাশিয়া সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাকি ৩১ দেশ সুযোগ পাবে বাছাইপর্ব খেলে। এশিয়ার চারটি দেশ চূড়ান্তপর্ব অংশ নিয়ে আসছে। ১১ জুন থেকে এই অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়েছে। শক্তির বিচারে চূড়ান্ত পর্বে কোনো খেলার সম্ভাবনা নেই বাংলাদেশের। তাছাড়া বাছাইপর্বে গ্রুপে কিরগিজস্তান, তাজিকিস্তান, জর্ডান ছাড়াও এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে। এই অবস্থায় বাংলাদেশ পরবর্তী রাউন্ডে উঠবে তা ভাবাই যায় না। তারপরও কোচ ক্রুইফের টার্গেট গ্রুপে তিনে থাকা। তিনি বলেছিলেন, ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে কিরগিজস্তান ও তাজিকিস্তানকে হারাতে চান। অধিনায়ক মামুনুলের মুখেও একই সুর শোনা গিয়েছিল।
প্রথম ম্যাচ হেরে গেছে। অথচ কিরগিজস্তানকে ধরা হয়েছিল গ্রুপের সবচেয়ে দুর্বল দল। ফিফা র্যাঙ্কিংয়েও তারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে। আজ ঘরের মাঠেই তাজিকিস্তানের বিপক্ষে লড়াই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় ম্যাচ শুরু হবে। কি করবেন মামুনুলরা? কিরগিজদের বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছে তা সত্যিই হতাশাজনক। ফিফা র্যাঙ্কিংয়ে তাজিকদের অবস্থান ১৩৯ আর বাংলাদেশ ১৬৬। বেশ পিছিয়ে আছে বলা যায়, তাহলে কি বাংলাদেশ আজও হারবে। র্যাঙ্কিং পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে না তা প্রমাণ রেখেছে কিরগিজরা। মামুনুলরা কি তা দেখাতে পারবেন? তাজিকিস্তান কিন্তু একেবারে অচেনা প্রতিপক্ষ নয়। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে চার বার মুখোমুখি হয়েছে। একবার ড্র আর তিনবারই হার মেনেছে। এছাড়া এএফসি চ্যালেঞ্জ কাপেও হার মেনেছিল। তবে ২০১০ সালে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে তাজিকিস্তানকে পরাজিত করেছিল। পরিসংখ্যানের বিচারে তাজিকদের ফেবারিটই বলতে হয়। কিন্তু ঘরের মাঠে আজ কি বাংলাদেশ জ্বলে উঠতে পারবে।
আজকের ম্যাচ ঘিরে গতকাল বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দুই দলের অধিনায়ক ও কোচরা তাদের কৌশল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তবে কিরগিজস্তানের বিপক্ষে অধিনায়ক মামুনুল দৃঢ়ভাবে জয়ের কথা বললেও কাল তিনি বলেননি। বলেছেন, তাজিকিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তা অনেক আগে, বর্তমানে তাদের পারফরম্যান্স কেমন জানা নেই। ইন্টানেট ঘাঁটাঘাঁটি করেও তথ্য মেলেনি। তবে জর্ডানের বিপক্ষে তারা যে ম্যাচটা খেলেছে তা দেখেই কোচ আমাদের অনেক কিছু ব্রিফ করেছেন। ওই ম্যাচে তাজিকিস্তান ১-৩ গালে হারলেও তাদের শক্তি ধরা পড়েছে। টেকনিক ও ফিজিক্যালের দিক দিয়ে তারা অনেক এগিয়ে। কোনো পজিশনেই তাদেরকে দুর্বল মনে হয়নি। সত্যি কথা বলতে কি কিরগিজস্তানের চেয়ে তাজিকিস্তানকে শক্তিশালী মনে হয়েছে। সুতরাং ম্যাচ জিততে হল সবাইকে শতভাগ উজার করে খেলতে হবে। বিশেষ করে আমরা যে গোল খাচ্ছি তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আক্রমণে থাকলেও হঠাৎ করে বাজে গোল খাওয়াতে সেই ছন্দ আর ধরে রাখা যাচ্ছে না। সব দলই জয়ের লক্ষ্যে মাঠে নামে। তাজিকিস্তানের বিপক্ষে আমরাও নামব। কিন্তু প্রতিটি পজিশনেই জ্বলে উঠতে হবে। কোচ ক্রুইফকে সংবাদ সম্মেলনে বেশ ম্লান মনে হয়েছে। তিনি বলেন, জয়ের আশা করতেই পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে তাজিকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ। এদের টেকনিক ও গতিই আলাদা। বলতে পারেন বাংলাদেশকে বড় ধরনের পরীক্ষা দিতে হবে। পাস করতে হলে একজন নয় দলের সবাইকে সেরা খেলাটা খেলতে হবে। খেলোয়াড়দের সেই সামর্থ্য রয়েছে। মাঠে কি করবে সেটাই দেখার বিষয়। তাজিকিস্তানের অধিনায়ক আলি সের বলেন, ঘরের মাঠে বাংলাদেশকে দুর্বল ভাবার প্রশ্নই ওঠে না। আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। এদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। আমরা তাদের ভালো খেলা উপহার দিতে চাই। শুধু ভালো খেলা নয় জয় নিয়েই আমরা ঢাকা ছাড়তে চাই। কোচ মুকসিন বলেন, র্যাঙ্কিংয়ে কে এগিয়ে বা পিছিয়ে তা ভেবে লাভ নেই। লক্ষ্য আমার একটাই জয়। আশা রাখি তাজিকিস্তান জয় নিয়েই বাছাই পর্বের মিশন শুরু করবে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি বাছাই পর্বের লড়াইয়ে ৩ সেপ্টেম্বর পার্থে এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে। পার্থে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ৮ সেপ্টেম্বর ঢাকায় খেলবে জর্ডানের বিপক্ষে।
শিরোনাম
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
- এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮ : রোড সেফটি ফাউন্ডেশন
- উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি
- ভারতে বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও বন্ধ
- আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি
- যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাক প্রধানমন্ত্রী
- মাদককাণ্ডে কারাদণ্ডের পরিবর্তে ম্যাকগিলকে অন্যরকম শাস্তি
- গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
- গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সিনেমা জগতের কাউকে বিয়ে করতে চাননি মাধুরীর স্বামী
- ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের আভাস
- আওয়ামী লীগের কার্যক্রম কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না : ইশরাক
- কোহলিকে অবসর না নিতে অনুরোধ লারার
- সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- ভাঙ্গায় রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
- আমরা কোনও প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব
প্রতিপক্ষ আজ তাজিকিস্তান
কঠিন পরীক্ষায় বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর