কোপা আমেরিকায় নবম শিরোপার সন্ধানে লড়াইয়ে নেমেছে ব্রাজিল। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পেরু। ম্যাচের তৃতীয় মিনিটে কুয়েভার গোলে এগিয়ে গেল পেরু। বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল নিজেদের সামর্থ্য বেশ কয়েকটা ম্যাচেই প্রমাণ করেছে। তবে একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করার সুযোগ কোপা আমেরিকাতেই এলো। আর প্রথম সুযোগেই ব্রাজিল পিছিয়ে পড়ল! অধিনায়ক নেইমারের মোটেও সহ্য হলো না ব্যাপারটা। সহ্য হয়নি তার বার্সেলোনা সতীর্থ দানি আলভেসেরও। দুজন মিলে পঞ্চম মিনিটেই ব্রাজিলকে সমতায় ফিরিয়ে আনলেন। আলভেসের পাসে নেইমারের গোল। কিন্তু ওখানেই শেষ। এরপর নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত ব্রাজিল ভক্তরা কেবল আফসোসই করে কাটাল। নেইমারের দারুণ সব শট ফিরে এলো পেরুর ক্রসবারে লেগে। ব্রাজিলের ফ্রন্টলাইন ওরকম বেশ কয়েকটা সুযোগ হারানোর পর ভক্তরা যখন ড্রয়ের ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা করছেন ঠিক তখনই নেইমার আবারও এলেন ত্রাতার ভূমিকায়। তার দারুণ এক পাস থেকেই ডগলাস কস্তা অতিরিক্ত মিনিটে গোল করে জয় উপহার দেয় ব্রাজিলকে। ২-১ গোলের জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু হলো নেইমারদের। রবিবার গভীর রাতে কোপা আমেরিকায় একটা দুর্ঘটনাই ঘটল। জেমস রদ্রিগেজ আর রাদামেল ফ্যালকাওদের নিয়ে সাজানো কলম্বিয়া দলটা হেরে গেছে গত কোপা আমেরিকার সেমিফাইনালিস্ট ভেনেজুয়েলার কাছে! রুশ ক্লাব জেনিতের সলোমন রনডনের গোলে ১-০ ব্যবধানের জয় দিয়ে দারুণ সূচনা করেছে ভেনেজুয়েলা। অন্যদিকে সি গ্রুপে প্রথম ম্যাচে হেরে নিজেদের নকআউট পর্ব অনেকটাই অনিশ্চিত করে ফেলল কলম্বিয়া।
এদিকে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা-উরুগুয়ে। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করায় কিছুটা বিপদেই আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে আজ জিতলেই সব শঙ্কা দূর হবে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্টদের। কিন্তু প্যারাগুয়ের সঙ্গে যারা ড্র করেছে সুয়ারেজ-কাভানিদের নিয়ে সাজানো উরুগুয়ের সঙ্গে তারা কেমন করবে? মেসি অবশ্য বলে দিয়েছেন, উরুগুয়ের বিপক্ষে আমরা মাঠে ঘুমাতে নামব না। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে যেমন আর্জেন্টিনা ঘুমিয়ে ঘুমিয়ে খেলছিল। তেমনটা নাকি উরুগুয়ের বিপক্ষে হবে না। এদিকে গত ম্যাচে না খেললেও লুইস সুয়ারেজ আর্জেন্টিনার বিপক্ষে ঠিকই মাঠে নামতে পারেন। সেক্ষেত্রে বার্সেলোনার মেসির সবচেয়ে বড় বন্ধুই হতে যাচ্ছেন সবচেয়ে বড় শত্রু!
শিরোনাম
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
- তীব্র গরমে আজও পুড়বে ঢাকাসহ আট জেলা
- এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনায় নিহত ৫৮৮ : রোড সেফটি ফাউন্ডেশন
- উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ এখনও উদ্ধার হয়নি
- ভারতে বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলও বন্ধ
- আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল চায় এনসিপি
- যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাক প্রধানমন্ত্রী
- মাদককাণ্ডে কারাদণ্ডের পরিবর্তে ম্যাকগিলকে অন্যরকম শাস্তি
- গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
- গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সিনেমা জগতের কাউকে বিয়ে করতে চাননি মাধুরীর স্বামী
- ঢাকাসহ ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের আভাস
- আওয়ামী লীগের কার্যক্রম কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না : ইশরাক
- কোহলিকে অবসর না নিতে অনুরোধ লারার
- সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- ভাঙ্গায় রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
- আমরা কোনও প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব
নেইমার জেতালেন ব্রাজিলকে
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর