বিশ্বকাপ বাছাইপর্ব ফুটবলে বাংলাদেশ আজ কি করবে? আগের ম্যাচে কিরগিজস্তানের কাছে ১-৩ গোলে হেরে গেছে। তাজিকিস্তান আরও শক্তিশালী প্রতিপক্ষ। তাই জয় পাওয়াটা কঠিনই মনে করছেন ফুটবলপ্রেমীরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বলেন, তাজিকরা অবশ্যই শক্তিশালী। বিশেষ করে তাদের টেকনিকটা অনেক উন্নত। শারীরিক দিক দিয়েও আমাদের চেয়ে এগিয়ে। তারপরও আমি মনে করি তাজিকিস্তানকে হারানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে। পরিকল্পনা করে খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়া সম্ভব। একটা ব্যাপার লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশ কিন্তু খারাপ খেলছে না। সমানভাবে আক্রমণ চালাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে বাজে গোল খেয়ে যাচ্ছে। ডিফেন্ডাররা একটু সতর্ক হলেই গোল রক্ষা করা যেত। কিরগিজদের বিপক্ষে দুটো গোল হজম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর পেনাল্টি থেকে যে গোলটি হয়েছে তা নিয়েও কথা রয়েছে।
ফুটবলে ডি বক্সে ভিতর কখন ফাউল করে। যখন নিশ্চিত গোল হতে যাচ্ছে। সেদিন যে ফাউল করা হলো তা ছিল অযথা। কিরগিজরা ডি-বক্সে ভিতরে ঢুকলেও গোল হওয়ার সম্ভাবনা ছিল না। আসলে এ ধরনের ভুলে বাংলাদেশকে মাশুল দিতে হচ্ছে। তাজিকিস্তান এমনিতেই শক্তিশালী দল। গোলের সুযোগ নষ্ট হবেই। কিন্তু বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর অযথা গোল না খায় সেদিকে ভালোভাবে নজর রাখতে হবে। পরিকল্পনা থাকলে ম্যাচ জয় অসম্ভব কিছু হবে না।
মনে রাখতে হবে এই তাজিকিস্তানকে হারানোর কৃতিত্ব আমাদের রয়েছে। ২০০৭ সালে বাছাইপর্বে লড়াইয়ে এগিয়ে থেকে ড্র করেছি। সুতরাং তাদেরকে কেন হারানো যাবে না।