ইউরো বাছাই পর্বের বাধা পাড়ি দিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছতে ইংল্যান্ডের আর মাত্র একটা ম্যাচ জিতলেই হয়। রবিবার স্লোভেনিয়ার বিপক্ষে অধিনায়ক ওয়েইন রুনির শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতেছে ইংলিশরা। এ জয়ে ই গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ইংলিশরা। এদিকে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ডেভিড সিলভার একমাত্র গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে বেলারুশকে। ম্যাচের ৪৫ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোল করেন ম্যানসিটি তারক ডেভিড সিলভা। রবিবার জয় পেয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনও। মন্টিনিগ্রোকে ৩-১ গোলে হারিয়েছে সুইডিশরা। পিএসজি তারকা ইব্রাহিমোভিচ একাই করেছেন দুই গোল। এ জয়ে সুইডেনের ইউরো চূড়ান্ত পর্বে খেলার পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল।