ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী রবি শাস্ত্রী। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের পরিচালকের দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে বেশ কয়েকবার ঢাকায় আসা হলেও কখনো যাওয়া হয়ে উঠেনি ধানমন্ডি ৩২- নম্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে। এ যাত্রা অবশ্য যেতে ভুললেন না তিনি। গতকাল সকালে তিনি গিয়েছিলেন বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শনে।
একা যাননি তিনি, সঙ্গে ছিলেন সঞ্জয় ব্যাঙ্গার ও আরও কয়েকজন। মূলত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়েছিলেন তারা। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসেই স্তব্ধ শাস্ত্রী। ঘুরে ঘুরে দেখলেন বাড়ির প্রতিটি কোণ। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ছবিগুলো দেখতে দেখতে হারিয়ে গেলেন ইতিহাসের বিভিন্ন বাঁকে।
মন্তব্য খাতাতেও কিছু লেখতে ভুলেননি রবি শাস্ত্রী। লিখতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। লিখেছেন, 'আমি প্রথমবার এখানে এলাম। ফিরে যাচ্ছি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে। বুঝতে পারলাম কেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে একজন মহৎ মানুষ বলা হয়। এখানকার সবকিছুই আমার হৃদয় ছুঁয়ে গেছে। বাংলাদেশের যারাই আসবেন এই জায়গাটিতে তারা সবাই অবশ্যই আসবেন।'
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ২০১৫/শরীফ