পৃথিবীর মায়া ও ফুটবল বিশ্ব ছেড়ে চলে গেলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিতো। রবিবার তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন বলে জানিয়েছে তার সাবেক ক্লাব সান্তোস। মৃত্যুকালে এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৪ বছর।
দুই বার ব্রাজিলকে বিশ্বকাপ ফুটবল শিরোপা এনে দেওয়া জিতোর মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের বিশ্বজয়ের পিছনে বড় অবদান ছিল তার। মাঝমাঠের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। ফুটবল সম্রাট পেলের দীর্ঘদিনের ক্লাব ও জাতীয় দল সতীর্থ জিতো ১৯৬২ বিশ্বকাপের ফাইনালে গোলও করেছিলেন। চিলি বিশ্বকাপের ফাইনালে চেকোস্লোভাকিয়াকে ওই ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল।
১৯৬২ ও ১৯৬৩ সালে সান্তোসের হয়ে কোপা লিবার্তাদোরেজও জিতেছিলেন জিতো। অবসরের পর সান্তোসের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে কাজ করেন তিনি। জিতো ছিলেন বলেই ক্লাবটিতে রবিনহো ও নেইমারের মতো শীর্ষ ফুটবলার সেখানে খেলেছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ২০১৫/শরীফ