টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে অভাবনীয় উন্নতি করে শীর্ষস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার স্টিভেন স্মিথ। শ্রীলংকান লেজেন্ড কুমার সাঙ্গাকারাকে হটিয়ে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান দখল করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সোমবার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে এ তথ্য উঠে আসে। খবর অাইএএনএস'র
শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখল করার এ কৃতিত্ব অর্জন করলেন ২৬ বছর ১২ দিন বয়সী স্মিথ। শচীন ১৯৯৯ সালে মাত্র ২৫ বছর ২৭৯ দিন বয়সে এ কৃতিত্ব দেখিয়েছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সাবিনা টেস্টে দুই ইনিংসে অপরাজিত ১৯৯ ও ৫৪ রানই তাকে টেস্টের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে তুলে আনতে সহায়তা করে। ২০১২ সালের এই প্রথম কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টেস্টে শীর্ষ ব্যাটসম্যান হলেন স্মিথ। তখন মাইকেল ক্লার্ক শীর্ষ টেস্ট ব্যাটসম্যান হয়েছিলেন।
আইসিসির শীর্ষ দশ টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় থাকা বাকিরা হলেন কুমার সাঙ্গাকারা [দ্বিতীয়], এবি ডি ভিলিয়ার্স [তৃতীয়], হাশিম অামলা [চতুর্থ], শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুস [পঞ্চম], পাকিস্তানের ইউনিস খান [ষষ্ঠ], ইংল্যান্ডের জো রুট [সপ্তম], নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামস [অষ্টম], মিসবাহ-উল হক [নবম] ও ডেভিড ওয়ার্নার দশম। আর ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির এক ধাপ অবনমন হয়েছে। ১০ নম্বর থেকে এখন তিনি ১১ নম্বরে নেমে গেছেন।
এদিকে, সেরা টেস্ট বোলারদের তালিকায় বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের অবস্থান এক ধাপ উন্নতি হয়ে এখন ১৬ নম্বরে। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে তার ৪ উইকেট প্রাপ্তিই এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এক নম্বর টেস্ট বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ২০১৫/শরীফ