শনিবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল। ওইদিন মাঠে উপস্থিত থাকার কথা ছিল ফিফার সদ্য বিদায়ী সভাপতি সেপ ব্লাটারের। কিন্তু ফিফার বিতর্কিত এই সভাপতি সেখানে উপস্থিত থাকছেন না বলে আজ মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে আচমকা জানানো হয়েছে।
দুর্নীতির অভিযোগে গত ২ জুন ফিফার সভাপতির পদ থেকে সরে দাঁড়ান ব্লাটার। তবে ফিফার অন্তর্বর্তী সভাপতি হিসেবে কিছু নিয়ম পালন করতে হচ্ছে তাকে। সেই নিয়মের জাঁতাকলে পরেই অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে পারবেন না তিনি।
গত মাসে সভাপতি নির্বাচনে ব্লাটারের বিপক্ষে ভোট করেছিল নিউজিল্যান্ড ফুটবল সংস্থা। শুধু তাই নয়, কিউই ফুটবলের প্রধান অ্যান্ডি মার্টিন চেয়েছিলেন, জুনিয়র বিশ্বকাপের ফাইনালে যেন ব্ল্যাটার উপস্থিত না থাকেন। তাহলে ফাইনালের জৌলুস কমে যাবে বলে তার অভিমত।
এদিকে, আগামীকাল বুধবার টুর্নামেন্টের সেমিফাইনাল। শেষ চারে ব্রাজিলের মুখোমুখি সেনেগাল। অারেক সেমিফাইনালে সার্বিয়ার প্রতিপক্ষ মালি।
বিডি-প্রতিদিন/ ১৬ জুন ২০১৫/শরীফ