কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে। বাংলাদেশ সময় বুধবার ভোরে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকে বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মেসির দল। ম্যাচটির প্রথমার্ধের খেলা গোলশূন্য থেকে যায়। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর দুর্দান্ত গোল আর্জেন্টিনাকে জয়ের মুখ দেখায়।
এর আগে কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে প্রথমে ২-০ গোলে এগিয়ে থাকলেও ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। ওই ম্যাচের পর বলা যায় বেশ চাপে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৫/ রশিদা