আর্জেন্টিনার মতো কোপা আমেরিকার গ্রুপ ‘বি’র ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। একইভাবে আর্জেন্টিনার মতো এটা প্যারাগুয়েরও প্রথম জয়। অন্যদিকে টানা দুই ম্যাচেই হেরেছে জ্যামাইকা।
এর আগে, নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে প্যারাগুয়ে। আর একই ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে হার মানে জ্যামাইকা।
এদিন, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্যারাগুয়ে। অন্যদিকে, ডিফেন্সিভ কৌশল বেছে নেয় অপেক্ষাকৃত দুর্বল দল জ্যামাইকা। তবে গোল আটকাতে পারেনি জ্যামইকা। ম্যাচের ৩৬ মিনিটে স্ট্রাইকার এডগার বেনিতেজের গোলে লিড নেয় প্যারাগুয়ে। এরপর প্রথমার্ধে তো নয় দ্বিতীয়ার্ধেও কোনো গোলের দেখা পায়নি দু'দল। ফলে এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের রানারআপরা।
উল্লেখ্য, ২০ জুন (শনিবার) গ্রুপপর্বের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে প্যারাগুয়ে। অপর ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে জ্যামাইকা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্রথমটি ও রাত সাড়ে তিনটায় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৫/মাহবুব