বাংলাদেশের মানুষ যে ক্রিকেট পাগল তা ইতিমধ্যে জেনে গেছে গোটা ক্রিকেট বিশ্ব। কারণ বিশ্বকাপ হোউক আর দ্বিপাক্ষিক সিরিজ সব সময় টাইগারদের উৎসাহ দিতে গ্যালারি থাকে দর্শকে ভরপুর। সম্প্রতি পাকিস্তানকে বাংলাওয়াশ করায় স্টেডিয়ামে বসে খেলার দেখার আগ্রহ আরও বেড়ে গেছে দেশবাসীর।
পাকিস্তানের পর এবার ভারত। দেশবাসীর প্রত্যাশা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মতো জয় তুলে নেব টাইগাররা। তার ওপর বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে যাওয়া কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত যোগ করেছে ভারত-বাংলাদেশ সিরিজে নতুন মাত্রা। তাই বিশ্বকাপে ভারতের কাছে সেই বিতর্কিত হারের বদলা স্টেডিয়ামে বসে খেলা দেখার কমতি নেই ক্রিকেটপ্রেমীদের।
এজন্য যেভাবেই হোক, জোগাড় করতে হবে একটি টিকেট। তাই তো মঙ্গলবার রাত থেকেই মিরপুরের ইউসিবি ব্যাংকের সামনের ফুটপাথে জড়ো হতে শুরু করেছে টিকেটপ্রেমীরা। যদিও টিকেট বিক্রি শুরু হবে বুধবার সকালে। তার আগে সারারাত তারা লাইনে দাঁড়িয়ে, আড্ডা দিয়ে, তাস খেলে, কেউবা আবার পেপার পেতে ঘুমিয়ে ঘুমিয়েই মশার কামড় খেয়ে অপেক্ষা করবেন। বাংলাদেশ দলের খেলা বলে কথা! এটুকু কষ্ট তো করাই যায়!
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৫/মাহবুব