অবশেষে পাঁচ বছর পর আনুষ্ঠানিকভাবে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ মেনে নিলেন পাকিস্তানের ক্রিকেটার সালমান বাট। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মঙ্গলবার এক লিখিত স্বীকারোক্তিতে স্বাক্ষর করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে জমা দেন। এদিকে সালমানের এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফেরার ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
২০১০ সালে আগস্টে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ইচ্ছাকৃত নো বল করার জন্য অর্থ নেন পাকিস্তানের তিনজন ক্রিকেটার। সালমান ছাড়া ছিলেন আমির এবং আসিফ। মামলার পর লন্ডনের আদালত তাদের শাস্তিও দেন। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, সালমান এর আগে নির্দিষ্টভাবে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ মেনে নেয়নি। তাই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছিল। আর সেটি বোর্ডের কাছে জমা দিয়েছে সালমান।
এদিকে ২০১৩ সালের জুনে স্পট-ফিক্সিং মামলা নিয়ে মুখ খুলেছিলেন সালমান। কিন্তু তা ‘সাধারণ স্বীকারোক্তি’ হিসেবে দেখেছিল পাকিস্তান বোর্ড। শাহরিয়ার আরও জানান, সালমানের সই করা বিবৃতি আইসিসির দুর্নীতি দমন শাখার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৫/ রোকেয়া।