ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে গড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর শুরু হবে চলতি বছরের নভেম্বরে।
বুধবার সকালে রাজধানীর কল্যাণপুরের নিজ ব্যবসায়িক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন একথা জানিয়েছেন বিপিএল-এর গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
তিনি আরও জানান, ‘গতবারের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে বকেয়া আদায়ের লক্ষ্যে দুই একদিনের মধ্যেই তাদেরকে চিঠি দিয়ে এক মাসের সময়সীমা বেধে দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি বকেয়া পরিশোধ না করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাড দেওয়া হবে।’
আফজালুর রহমান সিনহা বলেন, বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সম্পর্ক ভালো থাকায় এবারের আসরে পাকিস্তানের ক্রিকেটাররা অংশ নেবেন। তবে, ঘরোয়া লিগগুলোতে ভারতীয় ক্রিকেটারদের বিধি-নিষেধের কারণে বিপিএলে তাদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।’
উল্লেখ্য, ২০১২ সালে সাতটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলের সমন্বয়ে প্রথমবারের মতো মাঠে গড়াই বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। এরপর ২০১৩ সালে দ্বিতীয় আসরেও শিরোপা ঘরে তোলে ঢাকা।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৫/মাহবুব